একদিনের প্রধানমন্ত্রী! সুইডেনের ইতিহাসে নতুন অধ্যায়

One-day-Prime-Minister-A-new-chapter-in-the-history-of-Sweden


রিয়া গিরি : একদিনের প্রধানমন্ত্রী বলতে অনিল কাপুরের অভিনীত বিখ্যাত বলিউডের সিনেমার কথা প্রথম মাথায় আসে। কিন্তু ঘটনাটি সুইডেনের। সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন ম্যাগ ডালিনা অ্যান্ডারসন। যদিও ২৪ ঘন্টার মধ্যেই পদত্যাগ করেন তিনি।

দুটি ডোজ নিলেই মিলবে বিশেষ পুরস্কার

সুইডেনের পার্লামেন্টে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ম্যাগডালিনা অ্যান্ডারসন। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে জোট সঙ্গীদের সরকার ছাড়তেই পদত্যাগ করতে হলো তাকে। এক সাংবাদিক সম্মেলনে অ্যান্ডারসনকে বলতে শোনা যায় "আমার জন্য এই পদ অতি সন্মানের কিন্তু আমি এমন কোনো সরকারকে নেতৃত্ব দিতে চাইনা তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। " পদত্যাগের পরেই তিনি জানান  একক সংখ্যাগরিষ্ঠ দলের নেত্রী হিসেবে তিনি আবার দেশের নেতৃত্ব পদে বসতে চান।

আর মাত্র দু'বছর! তারপরই সম্পন্ন হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প "সেবক-রংপো"

বুধবার পার্লামেন্টের ভোটের ফল অনুযায়ী প্রথম সুইডেনের মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন অ্যান্ডারসন। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেও  পার্লামেন্টের একটা বড় অংশ  স্ট্যান্ডিং ওভেশন দেয়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই  পদত্যাগ করতে হয় তাকে। সুইডেনের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করলেও শেষ পর্যন্ত বেশি সময় স্থায়ী হতে পারেনি।

Post a Comment

Previous Post Next Post