'এখন তৃণমূলে ঢেউ চলছে', জয়ের আনন্দে মন্তব্য সাংসদ সৌগত রায়ের

Now-there-is-a-wave-in-the-TMC-said-MP-Saugat-Roy


ঈশিতা সাহা : চার কেন্দ্রে মিনিটে মিনিটে বাড়ছে তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা।উপনির্বাচনে তৃণমূলের ফল দেখে সাংসদ সৌগত রায়  বলেন, "এখন তৃণমূলের (TMC) ঢেউ চলছে। আমরা খুব আনন্দিত।" খড়দাতে সিপিএমের (CPM) দ্বিতীয় স্থানে থাকা প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের মনেই হচ্ছিল বিজেপি পিছিয়ে যাচ্ছে আর সিপিএম এগোচ্ছে।"

আরও পড়ুন- সবুজ আবির উড়িয়ে জয়ের আমেজে মেতেছেন শান্তিপুরবাসি

এদিকে খরদায় এগিয়ে তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। পিছিয়ে বিজেপি প্রার্থী জয় সাহা। এ প্রসঙ্গে তিনি বলেন, ৩০ তারিখেই খরদার এই ফলাফল আশা করা যাচ্ছিল। সব বুথ আটকে, ভোটারদের প্রভাবিত করে ছিনিয়ে নেয়া হচ্ছে। তারপর অন্য কোনো ফল আশা করা যায় না। 

আরও পড়ুন- গোসাবায় এক লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল

অন্যদিকে খোরদায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছেন সিপিএম প্রার্থী তথা যুবনেতা দেবজ্যোতি দাস। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ ভাল লড়াই করছেন তরুণ সিপিএম প্রার্থী।তৃতীয় রাউন্ড গণনার পর দেখা গেল, বিজেপি প্রার্থী জয় সাহাকে পিছনে ফেলে স্কোরবোর্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দেবজ্যোতি। যদিও প্রথম আর দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান ভালই।

Post a Comment

Previous Post Next Post