রাজ্যে ১০ কোটি মানুষ পাবেন দুয়ারে নেশন : ঘোষণা মুখ্যমন্ত্রীর

Nation-at-the-door-of-100-million-people-in-the-state-Chief-Ministers-announcement


প্রতিনিধি : চালু হল দুয়ারে রেশন প্রকল্প। তবে রেশন দোকানে লম্বা লাইন দিয়ে নয়, গাড়ি করে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে রেশন। ইতিমধ্যে প্রকল্পের স্বার্থে ৪২ হাজার কর্মসংস্থান হবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রেশনের সামগ্রী পৌঁছে দেওয়া হবে প্রাপকের বাড়ির দোরগোড়ায়।

প্রতিকূলতাকে হার মানিয়ে, হামাগুড়ি দিয়ে প্রেসিডেন্সি কলেজে উপস্থিত পড়ুয়া

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে দুয়ারের রেশন প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, ৫০০ মিটার অন্তরে দাঁড়াবে রেশনের গাড়ি। পাশাপাশি রেশন দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলাররা  গাড়ি কিনলে কমপক্ষে ১ লক্ষ টাকার অনুমোদন দেবে রাজ্য সরকার। সাধারণ মানুষের বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দেওয়ার জন্য ডিলারের দুজন কর্মী নিয়োগ করতে পারবেন। কর্মীদের বেতন হবে ১০ হাজার টাকা। যেটা অর্ধেক দেবেন রাজ্য সরকার এবং অর্ধেক ডিলার।

এলাকা দখল নিয়ে সংঘর্ষ দুই বৃহন্নলা গোষ্ঠীর মধ্যে

চলতি বছরের সেপ্টেম্বর মাসে চালু হয়েছিল পাইলট প্রজেক্ট। এবার নভেম্বর মাস থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল 'দুয়ারে রেশন প্রকল্প'। এমনকি এই প্রকল্পের উদ্বোধনে জনসাধারণের সুবিধার্থে একটি অ্যাপ ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। এক্ষেত্রে কে রেশন পেলো, কে পেলো না , কত তারিখের মধ্যে পেল। সব বিষয়ে বিস্তারিত ভাবে জানা যাবে।

এদিকে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের জুগনুতলার মাঠে বড় পর্দায় সরাসরি মুখ্যমন্ত্রী এই প্রকল্প উদ্বোধন অনুষ্ঠান দেখানোর পর রেশন সামগ্রী বোঝাই গাড়ি বেরিয়ে পড়ে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে। এদিন শহরে ৬৪ জন সহ জেলার ১০২৬ জন রেশন ডিলার এই প্রকল্পে যোগ দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post