জাতির উদ্দেশ্যে ভাষণ মোদীর; তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা

Modis-speech-for-the-nation-Announcement-of-repeal-of-three-agricultural-laws


ঈশিতা সাহা : আজ সকাল নয়টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। পাশাপাশি আজ গুরু নানকের জন্ম দিবস উপলক্ষে ভারত-পাকিস্তানের মধ্যে কর্তারপুর করিডোর খুলে দেওয়া হল। আজ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের মাহোবায় সেচ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন। তারপর তিনি  ‘রাষ্ট্র রক্ষা সমর্পণ পরবে যোগ দিতে’-এর জন্য ঝাঁসি যাবেন। তিন কৃষি আইন প্রত্যাহারের আজ বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

আজকের সম্ভাব্য বক্তব্য

*গুরু নানকের আবির্ভাব দিবসে সবাইকে অভিনন্দন'

*'দেড় বছর পর খুলে গিয়েছে কর্তারপুর করিডর'

*' আমাদের সরকার সেবা ভাবনায় চলে'

*'কৃষকদের অসুবিধাকে কাছ থেকে দেখেছি'

*'কৃষক কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি'

*'দেশের বেশিরভাগ কৃষক ক্ষুদ্র কৃষক'

*' এই সব কৃষকদের জীবন আটকে ছোট মাপের জমিতে'

*'প্রজন্মর পর প্রজন্ম সেই জমি উত্তরাধিকার সূত্রে আরও ছোট হয়েছে'

*'বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের সুবিধা দেওয়া হয়েছে'

*'আজ কেন্দ্রের কৃষি বাজেট আগের তুলনায় পাঁচ গুণ বেড়েছে'

*'সওয়া লক্ষ কোটি টাকা কৃষি খাতে খরচ করা হচ্ছে'

*কৃষকদের জন্য নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ'

*'কৃষকদের জন্যই আনা হয়েছে ৩ কৃষি আইন'

*'সংসদে আলোচনার পরেই কৃষি আইন আনা হয়েছে'

*'৩ আইনকে স্বাগত জানিয়েছেন অনেক কৃষক সংগঠনই'

*'এই আইন আনার পিছনে সত্‍ উদ্দেশ্য ছিল'

*'কয়েকজন কৃষককে আমার বোঝাতে পারিনি'

*'আমরা কৃষকদের কথা বোঝার আপ্রাণ চেষ্টা করেছি'

*'২ বছর আইন প্রয়োগ বন্ধ রেখেছি'

*'৩ কৃষি আইনকে প্রত্যাহার করছি'

Post a Comment

Previous Post Next Post