সাঁতরাগাছি ঝিলে ফিরে এসেছে পরিযায়ী পাখির দল

Migratory-birds-have-returned-to-the-swimming-pool


রিয়া গিরি : শীতের মরসুমে শুরু হতে না হতেই প্রথম পরিযায়ী পাখির দল এসে হাজির হলো সাঁতরাগাছি ঝিলে। প্রতি বছরের ন্যায় এ বছরও শীতের মৌসুমে পরিযায়ী পাখির দল এসে জড়ো হতে শুরু করেছে সাঁতরাগাছি ঝিলে। এক দুটি প্রজাতি নয় হাজার প্রজাতির পাখিরা এসে জড়ো হয় এই ঝিলে।

ক্রেতার বেশে অভিযান চালিয়ে ১৫ লক্ষ বাজি উদ্ধার করল বাঁকুড়া পুলিশ

সাঁতরাগাছি ঝিলের শোভা বাড়ানোর জন্য অনেক আগেই একটি আইল্যান্ড তৈরি হওয়া করা হয়েছে এই ঝিলটিতে। শুক্র এবং শনিবার এ সেই ঝিলে দেখা মিলল ১০ থেকে ১২ টি লিজার উইস্ট লিংক ডাক নামে সাদা হাঁসের। প্রথম পরিযায়ী পাখির দল দেখতে পেয়ে খুশি হয়েছেন অনেক পরিবেশবিদ  ও পক্ষী প্রেমীরা।

তৃণমূল ভ্যাকসিন, বিজেপি ভাইরাস; মন্তব্য অভিষেকের

পরিবেশবিদ এবং পক্ষী প্রেমীদের মতে কয়েক সপ্তাহের মধ্যেই জড়ো হবে শতাধিক  পরিযায়ী পাখির দল। এ বছরও অনেক পরিযায়ী পাখির সমাহার দেখতে পাবে বলে আশা রাখছেন পক্ষীপ্রেমীরা।

Post a Comment

Previous Post Next Post