রিয়া গিরি : ভাগ্নের বিয়েতে ঝুড়ি ভর্তি টাকা নিয়ে হাজির হলো মামারা। মামা ভাগ্নের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে কম কিছু নয়। আর সেই প্রমাণ দিতে ভাগ্নের বিয়েতে ঝুড়ি ঝুড়ি টাকা নিয়ে হাজির হলেন তিন মামা।
১৮ বছরের আগে মেয়েদের বিয়ের নিরিখে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ
ঘটনাটি ঘটেছে রাজস্থানে। সেখানেই সিপু দেবীর ছেলে হিম্মত রামের বিয়ের দিন জমজমাট অনুষ্ঠানের মধ্যে ছিল এক নতুন চমক। ভাগ্নের বিয়েতে সীপু দেবীর তিন ভাই রাম নিবাস, কানারাম জাট ও শোতান রাম জাট আড়াই বছর ধরে ভাগ্নের বিয়ের জন্য ৬ লাখ ১৫ হাজার টাকা জমিয়ে ছিলেন যারা বিয়ের দিন ঝুড়িভর্তি করে নিয়ে এসে হাজির হলেন। ভাগ্নে অবশ্য মামাদের থেকে এই উপহার পেয়ে খুব খুশি হয়েছে।
জ্বালানির ভ্যাট না কমায় একজোড়া ঘোড়া কিনলেন বাংলার যুবক
মায়রা আর কিছু নয় এটি একটি রাজস্থানের বিয়ে। মা নিয়ে প্রচলিত কাহিনী অনুযায়ী ভাগ্নের বিয়েতে মামাদের ভেট হিসেবে কিছু টাকা দিতে হয় । আর তারই একটি উদাহারন চিত্র দেখা মিলল হিম্মত রামের বিয়েতে। এই টাকা ৮ জনের গুনতে মোট সময় লেগেছে ৩ ঘন্টা।