ঈশিতা সাহা : ইতিমধ্যে শীতকালীন অধিবেশন শুরু হয়ে গিয়েছে দিল্লির সাংসদে। উত্তাল পরিস্থিতির আন্দাজ রাজনৈতিক মহলে।একদিনে কৃষি আইন বাতিল, ন্যূনতম সহায়ক মূল্য আইন প্রণয়ন ইস্যু তো রয়েইছে, তার সঙ্গে যোগ হয়েছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও জিনিসপত্রের আগুন দাম। এছাড়াও রাজ্যসভায় ১২ জন সাসপেন্ডেড সাংসদকে নিয়ে আজ সংসদে তোলপাড় হতে পারে। সূত্রে খবর আজ ১২ সাংসদকে নিয়ে চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হতে পারে।
সংসদের শীতকালীন অধিবেশনের হাইলাইটস:
* ৬৭৩ টি জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট ম্যান তৈরি করেছে, জানাল কেন্দ্র
*কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে তৃণমূলের না যোগ দেওয়া নিয়ে কটাক্ষ বিজেপির, 'এই নাটক খুব পুরনো'
*বিরোধী রাজনৈতিক দলগুলির রাজ্যসভা বয়কটের ডাক দেওয়ার পরিকল্পনা
বদলে যাচ্ছে সিগারেট প্যাকেটের সতর্কীকরণের ছবি
*মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চেয়ে নোটিশ কংগ্রেসের
*তেলেঙ্গানায় শস্য সংগ্রহণ নিয়ে রাজ্যসভায় নোটিশ টিআরএস-এর
*লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু
*নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে লোকসভায় নোটিস কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর
*রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে ১২ সাংসদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবি বিরোধী দলের সদস্যদের
পরিবর্তন হতে চলেছে ATM থেকে টাকা তোলার পদ্ধতি
*১২ সাংসদের বিরুদ্ধে সাসপেনশন তোলার দাবিতে তৃণমূলকে বাদ দিয়ে রাজ্যসভা থেকে বাকি বিরোধীদের ওয়াক আউট
*দেশে এখনও ওমিক্রনের হদিশ পাওয়া যায়নি, রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মান্ডভিয়া
*এনআরসির জন্য এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, সংসদে জানাল কেন্দ্র