বিএসএফের অনুষ্ঠানে উপস্থিত থেকে পেট্রোপোল বন্দরের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন সাংসদ অর্জুন সিংহ

MP-Arjun-Singh-assures-solution-to-Petropol-port-problem-by-attending-BSF-function


প্রতিনিধি : ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের অনুষ্ঠানে এসে পেট্রোল চেকপোস্ট পরিদর্শন করলো সংসদ অর্জুন সিং ও বিধায়ক কীর্তনীয়া। বনগাঁর কীর্তনীয়া ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ শনিবার সকালে ১৭৯ ব্যাটেলিয়ানের বিএসএফ এর আমন্ত্রণে পেট্রোল চেকপোষ্টে এসেছিলেন আর সেখানেই ভারত-বাংলাদেশ বাণিজ্যিক গেটো পরিদর্শন করেন।

আরও পড়ুন- রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয়! পেট্রোল-ডিজেলের দাম কমানো যাবেনা, জানালেন অর্থমন্ত্রী

শনিবার দুপুরে পেট্রাপোল বন্দরে আসেন অর্জুন সিংহ অশোক কীর্তনীয়া এবং বিএসএফ এর সিইও অরুণকুমার সাথে সাক্ষাৎ করেন। অর্জুন সিং বলেন বিএসএফের আমন্ত্রণ রক্ষার্থে তিনি পেট্রলে এসেছেন এবং পেট্রোল বন্দরের নানা সমস্যা তিনি দেখেছেন এবং ভবিষ্যতে সমস্যা গুলোর সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন। দীপাবলি উৎসব উপলক্ষে বিএসএফের সিইও অরুণকুমার সকল গেম আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার সামঞ্জস্য রক্ষার স্বার্থেই বনগাঁর বিধায়ক অশোক কীর্তনীয়া অর্জুন সিং উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- বাজি কিনে বাড়ি ফেরার সময় বিস্ফোরণে মৃত্যু বাবা ও ছেলের

বাংলাদেশ ও ভারত সীমান্তের ১৭৯ ব্যাটেলিয়ানের বিএসএফের তরফ থেকে শনিবার দীপাবলি উৎসব উপলক্ষে জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই আমন্ত্রণে এসে পেট্রাপোল বন্দরে নানা সমস্যা খতিয়ে দেখেছেন সংসদসহ বনগাঁর বিধায়ক। এর পাশাপাশি বিএসএফের অরুণ কুমার কে সমস্যা সমাধান হওয়ার প্রতিষ্ঠিত জানিয়েছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post