প্রতিনিধি : বনগাঁ গোপালনগর থানা এলাকায় বসবাসকারী আদিবাসীদের নিজেদের সম্প্রদায়ের নেতাকে আটক করে হেনস্তা হওয়ার অভিযোগে গোপালনগর থানা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়।
আরও পড়ুন- কুকুরের ওপর অত্যাচার করতে থাকা মানুষটির দিকে ছুটে আসল একটি গরু, তারপর যা হল- দেখুন ভিডিও
সূত্রের খবর আদিবাসী সম্প্রদায়ের নেতা সুকুমার সরদার এর গাড়ির ড্রাইভারকে সন্দেহভাজন হবে গত শনিবার আটক গোপালনগর থানার পুলিশ। আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ তাদের নেতা সুকুমার সরদার কে সন্দেহভাজন মনে করে গোপালনগর থানার পুলিশ আটক করে এবং নানাভাবে তাকে হেনস্থা করা হয়। সেই অভিযোগ নিয়ে এই সোমবার দুপুরে কয়েকশো আদিবাসী পুরুষ ও মহিলারা গোপালনগর থানার বাইরে তীর-ধনুক নিয়ে বিক্ষোভ করে।
এই ঘটনায় গোপালনগর থানার ওসি এবং এস ডি পি ও আন্দোলনকারীদের আশ্বস্ত করে সমস্যা সমাধান করার জন্য নিজেদের বৈঠক ডাকেন। সূত্রের খবর একটি ছিনতাই মামলার তদন্তের কারণে সুকুমার সরদার এর গাড়ির ড্রাইভারকে আটকে রাখা হয়েছিল এবং তারই সুবাদে সুকুমার সরদার কে জেরা করে পুলিশ। আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ অস্বীকার করে গোপালনগর থানার পুলিশ।