India Tour of New Zealand : ভারতের নতুন অধিনায়ক নিযুক্ত হল রোহিত শর্মা, জেনে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া নতুন দল...

India-Tour-of-New-Zealand-Rohit-appointed-new-captain-Team-India-announces-against-New-Zealand


ওয়েব ডেস্ক : ICC T20 বিশ্বকাপ 2021-এর পরে, ভারতীয় ভক্তদের চোখ নিউজিল্যান্ড সিরিজের দিকে। নিউজিল্যান্ড সিরিজের জন্য টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অনেক বড় নাম এই দলে নেই। সদ্য ঘোষিত দলে জায়গা দেওয়া হয়েছে অনেক যুবককে।

আরও পড়ুন- খুলছে কলেজ,তবে প্রথম বর্ষের জন্য শুধুই অনলাইন মাধ্যম,কারা করবে অফলাইন ক্লাস?

2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। এরপরই নতুন অধিনায়ক নিয়ে জল্পনা শুরু হয়। নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে শর্মাকে। একই সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কেএল রাহুল। রোহিত এর আগে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই।

আরও পড়ুন- রাজ্যে পেট্রোপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ বনগাঁয়

অনেক বড় খেলোয়াড়কে টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ফর্মে ছিলেন না হার্দিক। তার ব্যাট থেকে রান আসছিল না। তাকে দলে জায়গা দেওয়া হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি ও তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।

আরও পড়ুন- গাছের মগডালেই ৪৮ ঘন্টা দিব্যি বসে বছর ২৬-এর যুবক! প্রশাসনের দ্বারস্থ পরিবার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দলে অনেক তরুণকে জায়গা দেওয়া হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১-এ ভারতের ১৬-সদস্যের দলে রুতুরাজ গায়কওয়াদ এবং সর্বোচ্চ উইকেট শিকারী হার্শাল প্যাটেলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেকেআরকে নিজের মতো করে ফাইনালে নিয়ে যাওয়া ভেঙ্কটেশ আইয়ার দলে জায়গা পেয়েছেন। আইপিএলে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন হর্ষাল প্যাটেল, ঋতুরাজ গায়কওয়াড় এবং ভেঙ্কটেশ আইয়ার। দলে ফিরেছেন সিনিয়র লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও মোহাম্মদ সিরাজ।

আরও পড়ুন- সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে মৌন মিছিলের আয়োজন বনগাঁয়

ভারতের টি-টোয়েন্টি দল : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, আভেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষাল প্যাটেল, মো. সিরাজ।

আরও পড়ুন- পাড়ায় সমাধান, দুয়ারে সরকার, একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা ১৬ই নভেম্বর, জানালেন মুখ্যমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা সফরে ভারত এ দল : প্রিয়াঙ্ক পাঞ্চাল (অধিনায়ক), পৃথ্বী শ, অভিমন্যু ইশ্বরন, দেবদত্ত পাডিক্কল, সরফরাজ খান, বাবা অপরাজিত, উপেন্দ্র যাদব (ডব্লিউকে), কে গৌতম, রাহুল চাহার, সৌরভ কুমার, নবদীপ সাইনি, উমরান মালিক, ইশান পোরেল এবং অর্জন নাগওয়াসওয়ালা।

আরও পড়ুন- শিলিগুড়িতে বাবার হাতে খুন ছেলে

ভারত বনাম নিউজিল্যান্ডের পূর্ণ সূচি : 

১৭ নভেম্বর : প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক (জয়পুর)

১৯ নভেম্বর : ২য় টি-টোয়েন্টি (রাঁচি)

২১ নভেম্বর : ৩য় T20 আন্তর্জাতিক (কলকাতা)

২৫ থেকে ২৯ নভেম্বর : প্রথম টেস্ট (কানপুর)

৩ থেকে ৭ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট (মুম্বাই)

Post a Comment

Previous Post Next Post