রিয়া গিরি : পুজোর মৌসুম শেষ হওয়ার পর থেকেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জগদ্ধাত্রী পুজোর ছট পুজোর শেষ হতে না হতেই রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই।
মিড ডে মিল প্রকল্পের বদল, মেপে দেওয়া হবে খাবারের খরচ : কেন্দ্র সরকার
এ পর্যন্ত রাজ্যে করোনায় বলি ১৯২৮০। অপরদিকে সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৭৪ হাজার ৩৩৩ জন। সেই গ্রাফ চিত্রে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পজিটিভ সংখ্যা ২.১২ শতাংশ। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন ৮১৩ জন।
ফের করোনার হানা চীনে, বন্ধ শপিং মল
সব মিলিয়ে কিছুটা হলেও চিন্তার ভাঁজ দেখা মিলছে। বিশেষ করে কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা জেলাগুলির তুলনায় অনেক বেশি। তার মাঝে কলেজ গুলি খুলে দেওয়ার সিদ্ধান্তের ভবিষ্যৎ ফল কি হবে তা কেউই বলতে পারছেন না।