ওয়েব ডেস্ক : আজ (রবিবার) সমুদ্রে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে ভারতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ INS বিশাখাপত্তনম। INS বিশাখাপত্তনমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আধুনিক প্রয়োজনের কথা মাথায় রেখে যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে এই যুদ্ধজাহাজ।
আরও পড়ুন- Aamir Khan : তৃতীয় বিয়ে করতে চলেছেন আমির খান
সুত্রে খবর, INS বিশাখাপত্তনম মুম্বাইয়ের মাজাগন ডকইয়ার্ডে তৈরি করা হয়েছে। এই যুদ্ধজাহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ৭৫ শতাংশ অংশ সম্পূর্ণ দেশীয়। আগামীতে ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে এই শ্রেণীর আরও তিনটি যুদ্ধজাহাজ তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Battle Tank : বীরভূমে নামানো হয়েছে যুদ্ধ ট্যাংক, ভিড় জমিয়েছেন এলাকাবাসী
INS বিশাখাপত্তনম মোট ১৬৩ মিটার লম্বা এবং ১৭ মিটার চওড়া। এর ওজন ৭,৪০০ টন। এই যুদ্ধজাহাজটি খুবই আধুনিক। এটি ভারতে নির্মিত দীর্ঘতম ধ্বংসকারী যুদ্ধজাহাজ, যাতে ৫০ জন অফিসার সহ প্রায় ৩০০ জন নাবিক মোতায়েন করা যেতে পারে।
আরও পড়ুন- শিশুদের যৌন নিগ্রহ ও বিক্রির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রীর পুত্রবধূ
বহু বছর ধরে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার পর, শত্রু ধ্বংসকারী INS বিশাখাপত্তনম এখন নৌবাহিনীতে যোগ দিতে প্রস্তুত। এই যুদ্ধজাহাজে অনেক আধুনিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। এছাড়াও INS বিশাখাপত্তনমে দেশীয় অ্যান্টি-শিপ ব্রহ্মোস মিসাইল মোতায়েন করা হয়েছে। এতে থাকা ক্ষেপণাস্ত্র ৭০ কিলোমিটার দূর থেকে বাতাসে উড়ে আসা শত্রুর যুদ্ধবিমানকে ধ্বংস করতে পারে।
আরও পড়ুন- একই পরিবারের তিনজন রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোচবিহার
INS বিশাখাপত্তনম পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক আক্রমণের সময় কেবল তার বুক প্রশস্ত করে দাঁড়াতে পারে না, সমুদ্রের এক কিলোমিটার গভীরে সাবমেরিনে লুকিয়ে থাকা শত্রুদের কবরও খুড়তে পারে। আর এ কারণেই এই নৌবাহিনীর সবচেয়ে বড় শক্তিশালী বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- আইপিএল 2022-এ অংশগ্রহণের বিষয়ে ভাবব, অনেক সময় আছে : এমএস ধোনি
উল্লেখযোগ্যভাবে, ভারত মহাসাগর অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে INS বিশাখাপত্তনমের আগমন আগামীতে নৌবাহিনীকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করবে।