প্রতিনিধি : শুক্রবার ভোরে পূর্ব বর্ধমানের দেওয়ান দিঘিতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচ জনের।সেই সঙ্গে গুরুতর আহত হয়েছে আরও ছয়জন। অনুমান গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্শ এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে।
আরও পড়ুন- কেন দেওয়া হয় ভাইকে ফোঁটা! জেনে নিন এই বছরের ভাইফোঁটার সময়সূচী
সূত্রে খবর, আজ ভোরে কলকাতা থেকে মুর্শিদাবাদের বরঞ্চ ফিরছিলেন একই পরিবারের ১২ জন। পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে দুজন মহিলা ও দুটি শিশু রয়েছে। মৃতদের নাম সায়ন শেখ(৬) ও আরিয়ান শেখ(৩)। বাকিরা হলেন রাশেদ শেখ (৬০), সায়নুর খাতুন (১৭) এবং সোনালি খাতুন (১৯)।
আরও পড়ুন- কেদারনাথে শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী
ঘটনাস্থলে এই পাঁচজনের মৃত্যু হয়েছে ও বাকি সাত জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের অনুমান ভোরবেলা গাড়ি চালানোর কারণেই চালক ঘুমিয়ে পড়েছেন। তার জন্যেই জোরালো ধাক্কা লেগে যায়।ধাক্কার অভিঘাতে গাড়িটি চিড়েচ্যাপটা হয়ে যায়। এই দুর্ঘটনার পর বর্ধমান-কাটোয়া রোডের কামনাড়া এলাকায় ব্যাপক যানজট তৈরি হয় শুক্রবার সকালে।
আরও পড়ুন- ভেঙ্গে পড়লেন দিদি- 'সুব্রত দা'র মৃত্যু আমার কাছে সবথেকে বড় দুর্যোগ'
সূত্রে খবর, ওই পরিবারের এক সদস্য মুম্বাইয়ে কাজ করতেন। সম্ভবত তাকে বরণ করতে ওই সাতজনের পরিবার কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথ দুর্ঘটনার মূল কারণটি খতিয়ে দেখছে পুলিশ।