বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, প্রধানমন্ত্রীর দ্বারস্থ রাজ্যের রেশন ডিলারা

Fearing-that-free-rations-would-be-discontinued-ration-dealers-in-neighboring-states-approached-the-Prime-Minister


রিয়া গিরি : বিনামূল্যে রেশন বন্টনের স্কিম ঘোষণা করলেও কথা রাখেনি কেন্দ্র। করোনাকাল শুরু হওয়ার সাথে সাথে কেন্দ্র সরকার থেকে জানানো হয়েছিল বিনামূল্যে ভারতীয় নাগরিকরা পেয়ে যেতে পারেন রেশন।

কিন্তু এক বছর হতে না হতেই সে কথা ফিরিয়ে নিল কেন্দ্র। এই অভিযোগ এনে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ এর জাতীয় সম্পাদক বিশ্বম্ভর বসু প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে চিঠি পাঠালেন।

ধনতেরাসের ঘড়ি দেখে সোনা- রূপো কিনলেই ফিরে যেতে পারে ভাগ্য; জেনে নিন সঠিক সময়

সূত্রের খবর, অক্টোবরেই বন্ধ হয়ে যেতে চলেছে কেন্দ্রীয় প্রকল্প গরিব কল্যাণ যোজনা অর্থাৎ বিনামূল্যে রেশন পাঠানো। আর সেই অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছে রাজ্যের রেশন ডিলার। শুধুমাত্র প্রধানমন্ত্রী নয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিনামূল্যে রেশন ডিলার ব্যবস্থা অনেক আগেই চালু করেছেন যার নাম দিয়েছেন অন্নপূর্ণা অন্তদয় যোজনা।

ভাইজানের বাড়ির পুত্রবধূ হতে চলেছেন সোনাক্ষী!

কিন্তু কেন্দ্র থেকে রাজ্যে খাদ্যশস্য পাঠানোর হিসেব-নিকেশের গন্ডগোল হওয়ার জন্য কেন্দ্র খাদ্যশস্য পাঠানো বন্ধ করতে চলেছে। তাই সেই কারণে দিল্লিতে চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ

Post a Comment

Previous Post Next Post