রিয়া গিরি : প্রতিনিয়ত হওয়া পরিবেশ দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে প্রধানমন্ত্রী অনেক আগেই এদেশে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন ২০৩০ এর মধ্যেই দেশে বেশিরভাগ গাড়ি গুলি চলবে ইলেকট্রিক এর মাধ্যমে। এবার সেই বক্তব্যে গলা মেলাতে শোনা গেল ফিরহাদ হাকিমকেও।
পাকিস্তানকে সমর্থন করতে গিয়ে দেশ দ্রোহী তকমা পেতে হল সানিয়াকে
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন করছেন। তিনিও একমত যে, পরিবেশ দূষণ রোধ করতে রাজ্য ও দেশকে সচেতন হতে হবে। আর ইলেকট্রিক গাড়ির ব্যবহার শুরু করতে হবে। রাজ্যেও ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা হবে বলে জানান তিনি। ইতিমধ্যেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলার সড়কে ইলেকট্রিক গাড়ির দেখা মিলছে। ২০৩০ সালের মধ্যে রাজ্যের সড়কের চলবে বেশিরভাগটাই ইলেকট্রিক গাড়ি। ঠিক এমন সিদ্ধান্ত নিয়েছেন ফিরহাদ হাকিম ও।
এই ৫টি জিনিস দ্বিগুণ করবে দেশি ঘি, খাওয়ার সঠিক উপায় জেনে নিন
রাজ্য রাজনীতি ভুলে গিয়ে পরিবেশকে রক্ষার জন্য সকলকেই একজন হতে হয়। আর ঠিক সেই কাজ করে দেখালেন ফিরহাদ হাকিম। বিরোধী দলনেতা তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সিদ্ধান্তে গলা মেলালেন তিনি। পরিবেশ কে বাঁচাতে এই পদক্ষেপ সকলকেই নিতে হবে বলে জানান তিনি।