সহজ কয়েকটি ধাপে নিজেই করে নিন ভোটার কার্ডের ঠিকানা আপডেট, পদ্ধতি বিস্তারিত...

Do-it-yourself-in-a-few-easy-steps-to-update-the-voter-card-address-procedure-details


ঈশিতা সাহা : আধার কার্ড, প্যান কার্ডতো জরুরী বটেই, কিন্তু নাগরিকত্বের প্রধান পরিচয় হিসেবে ভোটার কার্ডের শুদ্ধিকরণ আবশ্যিক। পাশাপাশি ভোটার কার্ডের আপডেট রাখাও জরুরী।

বেশিরভাগই প্রাপ্তবয়স্ক নাগরিকই ঠিকানা বদলের সমস্যার মুখে পড়েন। সঠিক পদ্ধতি না জানার কারণে ছুটতে হয় নিত্যদিন এদিক সেদিক। এবার জেনে নিন ফোনের মাধ্যমে কি করে আপনি বাড়িতে বসে সুবিধামতো পাল্টে নিতে পারবেন ভোটার কার্ডের ঠিকানা। বিস্তারিত পদ্ধতি ধাপে ধাপে...

ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল : www.nvsp.in এর মাধ্যমে ভোটার কার্ডের ঠিকানা বদলাতে পারবেন।

ডিসেম্বরেই জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

যদি আপনি নতুন কোনও নির্বাচনী এলাকায় শিফট করে থাকেন, সেক্ষেত্রে 'Online Application for Registration if new Voter/Transfer from AC to AC'-শর্তের অধীনে

'Form 6'-এ ক্লিক করতে হবে।

এখানে, জন্ম তারিখ, রাজ্য, আপনার নাম, নির্বাচন এলাকা, বর্তমান স্থায়ী ঠিকানা ইত্যাদি তথ্যাদি পূর্ণ করুন।

নতুন ভাইরাস সংক্রমণের আশঙ্কা! মাধ্যমিক -উচ্চমাধ্যমিক মূল্যায়নে কি বিকল্প ব্যবস্থা জানাল পর্ষদ?

ফোটোগ্রাফ, অ্যাড্রেস প্রুফ এবং বয়স সহ সকল দরকারি ডকুমেন্ট আপলোড করুন।

সবেশেষে ডিক্লেয়ারেশন অপশনটি টিক করুন এবং ক্যাপচা লিখুন।

এবার 'Submit' অপশনে ক্লিক করুন।

Post a Comment

Previous Post Next Post