' বাংলাকে বাংলাদেশ বলে মনে করছেন' রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip-Ghosh-scoffs-at-the-Chief-Minister-of-the-state-who-thinks-Bengal-is-Bangladesh


রিয়া গিরি : গত মাসে পাস হওয়া একটি বিলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে দেশের বিএসএফের জওয়ানরা বর্ডার থেকে ৫০ কিমি ভেতরে দেশের ভূখণ্ড নিজের নিরাপত্তা কাজ করতে পারবেন। আর সেই নিয়েই রাজ্যের শাসক দলের আপত্তি থাকায় মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে বাংলাকে বাংলাদেশ বলে তুলনা করলেন দিলীপ ঘোষ।

টালিগঞ্জের বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ

গতমাসের পাস হওয়া বিলে সাফ করে জানানো হয়েছিল দেশের বর্ডার থেকে ভূখণ্ডের ৫০ কিমি পর্যন্ত বিএসএফের জওয়ানরা নিরাপত্তা কাজ করতে পারবেন। তা নিয়ে কোন রাজ্যে রি সমস্যা না হওয়া সত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী তরফ থেকে এই বিষয়ে সংকোচের  বার্তা শোনা যায়। রাজ্যের বাংলাদেশ এবং ভারত সীমান্তের বর্ডারে বিএসএফের নতুন অধিকার নিয়ে এ রাজ্যের শাসকদলের আপত্তি থাকার জন্যই বিরোধী দলনেতা দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বাংলাকে বাংলাদেশ মনে করে ফেলার কটাক্ষ করেন।

দি জঙ্গিপুর ট্রায়ালেই অভিনয়ে হাতে খড়ি শতাব্দি কন্যার

রাজ্যের সাংবাদিকদের এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যারা কখনও দেশকে ভালবাসতে পারেনি তাদের পক্ষে এই আইন মেনে নেওয়া একটু শক্ত। যারা দেশের জোয়ানের পরিশ্রমকে শ্রদ্ধা করেন তাদের পক্ষে এ আইন মেনে নেওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু এ রাজ্যের শাসক দল দেশের সম্পত্তিকে নিজের বাবার সম্পত্তি বলে মনে করে বসেছে। যদিও এই কটাক্ষের এখনো পর্যন্ত উত্তর পাওয়া যায়নি শাসকদলের তরফ থেকে।

Post a Comment

Previous Post Next Post