দিদির স্লোগান"ভাতা, ভর্তুকি ও ভিক্ষে " রাজপথে দাঁড়িয়ে কটাক্ষ শুভেন্দুর

Didi-s-slogan-allowances-subsidies-and-begging


রিয়া গিরি : অন্যান্য রাজ্যের তুলনায়ও এরাজ্যে জ্বালানির VAT  ছাড়ের  দাবিতে রাজপথের রাস্তায় বিজেপির সর্বভারতীয় দল নেতা শুভেন্দু অধিকারীর সাথে যোগ দিয়েছিলেন বিজেপির কর্মী কর্তারা। সেই মিছিলেই দিদি এরাসের উন্নতি চান না বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- "আমার এই সম্মান অনেকের মুখ বন্ধ করবে" পদ্মশ্রী সম্মান পেয়ে বার্তা কঙ্গনার

সূত্রের খবর, রাজপথে আন্দোলন মিছিল যাওয়ার সময় পুলিশ আধিকারিকরা মিছিল এগোতে বাধা দেয়। সেই মিছিলে বিজেপির কর্মীদের সাথে  ধস্তাধস্তি শুরু হয় রাজ্য পুলিশের। সেই মিছিলে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী বলেন " মোদি চান আত্মনির্ভর ভারত, আর দিদির স্লোগান ভাতা ভিক্ষা ও ভর্তুকি। দিদি কখনও এ রাজ্যের রাজ্য বাসীদের এগোতে দিতে চান না। দিদি এখনো পর্যন্ত ঘুমোচ্ছেন। সে ঘুম কবে ভাঙবে তা কেউ বলতে পারবেনা।

আরও পড়ুন- আধার আপডেট: কিভাবে আধার ঠিকানা, জন্ম তারিখ, অন্যান্য বিবরণ অনলাইনে পরিবর্তন করবেন

এর পাশাপাশি শুভেন্দু অধিকারী অন্যান্য রাজ্যের সাথে এ রাজ্যের পেট্রোল পণ্যের দামের পার্থক্যের হিসাব দিয়েছেন। তিনি এ রাজ্যের বাসিন্দাদের আত্মনির্ভর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এ রাজ্যে বিজেপির হার হলেও পরবর্তী ভোট গুলিতে বিজেপির ফল কেমন হবে তা দেখবার।

Post a Comment

Previous Post Next Post