ঈশিতা সাহা : কাল রাত ৯টা ২২ মিনিটে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি স্টেন্ট থ্রম্বোসিসে আক্রান্ত হন বলে হাসপাতাল সূত্রে খবর। 'সুব্রত দা'র প্রয়ানে ভেঙে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল।
আরও পড়ুন- Subrata Mukhopadhyay : প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শোকের ছায়া রাজনৈতিক মহলে
বৃহস্পতিবার সুব্রতবাবুর প্রয়ান কালীন সময়ে মুখ্যমন্ত্রী তার কালীঘাটের বাড়িতে কালীপুজোয় ব্যস্ত ছিলেন। খবর পাওয়া মাত্র তিনি তড়িঘড়ি করে এসএসকেএম হাসপাতালে এসে পৌঁছান। যদিও সুব্রত মুখোপাধ্যায়ের শেষবারের মরদেহ দেখেননি তিনি।
আরও পড়ুন- এই মাসেই বন্ধ হতে চলেছে WhatsApp? সমস্যায় পরতে পারেন আপনিও
হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে মমতা বন্দোপাধ্যায় বলেন, "আমার জীবনে আমি অনেক দুর্যোগ দেখেছি। কিন্তু, সুব্রতদার মৃত্যু আমার কাছে সবথেকে বড় দুর্যোগ। তাঁর প্রয়াণ আমার কাছে এক বিরাট ক্ষতি শুধু নয়, রাজ্যের তথা দেশের রাজনৈতিক জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি।"
জানা গিয়েছে, প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি কার্যালয়গুলোর জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।