রিয়া গিরি : গত ২ নভেম্বর এর ফলে ৪ কেন্দ্রে পরাজিত হয়েছে বিজেপি সরকার। সারা ভারতবর্ষে বিজেপির আসন টিকিয়ে রাখতে আমরণ চেষ্টা করছেন বিজেপি সদস্যরা। গত ২৪ ঘন্টায় বিজেপির হারের দুঃখ প্রকাশ করেছে অনেকেই তার মাঝে ও খুশির উৎসবে মেতেছেন। আসামে মঙ্গলবার নয়টি কেন্দ্রের ফল প্রকাশে এগিয়ে রয়েছে বিজেপি।
তেনজিং নরগের জুতো জোড়া আজও পাহাড়ের দিকে টানে
রাজ্যে বিজেপির হার হলেও ভিন রাজ্যে বিজেপির পারফরম্যান্স অনেকটাই ভালো। সে ক্ষেত্রে অন্যান্য বিরোধী দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকার। দিন দিন বেড়ে চলা বিজিবি সরকারের পপুলারিটি হতাশ করেছে সর্বভারতীয় বিরোধী পার্টি কংগ্রেসের।
দীপাবলি উদযাপনে ১২ লাখ প্রদ্বীপ জ্বালিয়ে পুরনো রেকর্ড ভাঙছে উত্তর প্রদেশ সরকার
যদিও সেই তালিকায় এখন নাম জুড়েছে তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই রাজ্যের বাইরে ক্ষমতা দখলের জন্য আপ্রাণ চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। কিন্তু এই চেষ্টা কতটা কার্যকরী হবে তাই দেখবার ২০২৪ এর ভোটযুদ্ধে। তবে ভিন রাজ্যে বিজেপির জিৎ অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করছে রাজ্য বিজেপির কর্তাদের।
রাজ্যে বিজেপির হার প্রসঙ্গে অনেকেই মন্তব্য করেছেন লক্ষীর ভান্ডার এর জেরে এ যাত্রায় বেঁচে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই স্কিমগুলি কতদিন থাকবে তা নিয়েও প্রশ্ন করছেন বিরোধী দলনেতারা। এর আগেও বিরোধীদলের তরফ থেকে পশ্চিমবঙ্গের উপ নির্বাচনে জোর করে ভোট নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তার সাথে এবার যুক্ত হয়েছে 'স্কিম দেখিয়ে' ভোট নেওয়ার অভিযোগ।