ঈশিতা সাহা : থামছেনা করোণার প্রভাব।এদিকে সমানতালে বাড়ছে ডেঙ্গি। ফলে স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়ছে ক্রমশ। এই মুহূর্তে রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। বিশেষ করে কলকাতা এবং উত্তর ২৪ পরগণা জেলার করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। এবার মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গুর প্রকোপ।
'এখন তৃণমূলে ঢেউ চলছে', জয়ের আনন্দে মন্তব্য সাংসদ সৌগত রায়ের
স্বাস্থ্য দপ্তর রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে রাজ্যজুড়ে ৪৯৫ জন নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। যার মধ্যে উত্তর ২৪ পরগনাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ১৩৬ জন। আর কলকাতায় আক্রান্ত হয়েছে ১১৪ জন।কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের মহাদেব বস্তির অবস্হা আশংকাজনক। অভিযোগ, মহাদেব বস্তির প্রায় ৫০০ পরিবার বিগত ১২ দিন ধরে নোংরা-আবর্জনা ভর্তি জলের মধ্যে রয়েছে।
সবুজ আবির উড়িয়ে জয়ের আমেজে মেতেছেন শান্তিপুরবাসি
এদিকে বাড়ছে মশার সংখ্যা। প্রতিনিয়ত জন্ম নিচ্ছে নতুন লার্ভা। তারথেকে বাসিন্দারা ম্যালেরিয়া, ডেঙ্গির আতঙ্কে ভুগছেন। অপরদিকে হাওড়াতেও ডেঙ্গির প্রকোপে ভুগছেন এলাকাবাসী। ইতিমধ্যে ডেঙ্গিতে ৮ বছরের এক শিশুরও মৃত্যু হয়েছে হাওড়ায়। হাওড়ার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে কমপক্ষে ২২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
গোসাবায় এক লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল
গত সপ্তাহে শুধুমাএ মালদা শহরে ৫২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। পুরসভার পক্ষ থেকেও ডেঙ্গু নিয়ন্ত্রণে করাকরি শুরু হয়েছে। সকলকে সচেতনের উদ্দেশ্যে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি থেকে লার্ভা নিয়ন্ত্রণে কাজ শুরু হয়েছে।