নির্মল সাহা, নয়াদিল্লী : মিতালি রাজ বর্তমানে ওডিআই এবং টেস্ট ফরম্যাটে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। তিনি 22 বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে এই খেলার সাথে যুক্ত আছেন। সম্প্রতি টিভি অনুষ্ঠানে নিজের পছন্দের বিয়ের কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- ত্রিপুরায় জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার তৃণমূলের সায়নী
কিছুদিন আগে 'কপিল শর্মা শো'-তে দেখা গিয়েছিল মিতালি রাজকে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহকর্মী ক্রিকেটার হরমনপ্রীত কৌর, বেদা কৃষ্ণমূর্তি এবং ঝুলন গোস্বামী। কপিল শর্মা যখন মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, বেদা কৃষ্ণমূর্তি এবং ঝুলন গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন আপনি ক্রিকেটার বা বলিউডের কোনো অভিনেতাকে বিয়ে করতে চান কিনা।
আরও পড়ুন- টিম ইন্ডিয়ার আজকের সম্ভাব্য প্লেয়িং-ইলেভেন, চাহালের ফেরার সম্ভাবনা, অভিষেকের সুযোগ রয়েছে আভেশের
কপিল শর্মার প্রশ্নের মজার উত্তর দিলেন মিতালি রাজ, তিনি বলেন, বলিউডের সাথে সম্পর্কিত কাউকে বিয়ে করতে আমার আপত্তি নেই।তবে যাকে পছন্দ সে বিয়ে করেছে। এরপর তার কাছে নাম জানতে চাইলে তিনি বলেন, আমির খানকে তার পছন্দ।
আরও পড়ুন- অনলাইনে গাঁজা বিক্রির অভিযোগ; আইনের জ্বালে Amazon
ইন্ডিয়ান ক্রিকেটার হরমনপ্রীত কৌর এদিন মজা করে বলেন, 'আমি রণবীর সিংকে পছন্দ করি, কিন্তু সে তার স্ত্রীর সঙ্গে সেট আছে। আসলে কপিল শর্মা বহুবার বলেছেন যে তিনি দীপিকা পাড়ুকোনকে পছন্দ করেন, তাই হরমনপ্রীত এমনটাই বলেছেন। বেদা কৃষ্ণমূর্তিকে দেখা গেল মজার মেজাজে, তিনি বলেছিলেন, 'আপনি দীপিকা পছন্দ করেন, আমি রণবীর পছন্দ করি’। অন্যদিকে ঝুলন গোস্বামী জানিয়েছেন, তিনি শাহরুখ খানকে পছন্দ করেন।
আরও পড়ুন- Battle Tank : বীরভূমে নামানো হয়েছে যুদ্ধ ট্যাংক, ভিড় জমিয়েছেন এলাকাবাসী
১৯৮২ সালের ৩ ডিসেম্বর রাজস্থানের যোধপুরে জন্ম নেওয়া মিতালি রাজ এখনও বিয়ে করেননি। এত বয়স হয়েও বিয়ে না করার কারণটাও খুব বিশেষ। 'মিড ডে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই গোপন কথা জানিয়েছেন মিতালি। তিনি বলেন, 'অনেক আগে, যখন আমি খুব ছোট ছিলাম, আমার মাথায় এই চিন্তা এসেছিল, কিন্তু এখন যখন আমি বিবাহিতদের দেখি, তখন আমার মাথায় এই চিন্তা আসে না। আমি অবিবাহিত হয়ে খুব খুশি।
আরও পড়ুন- শিশুদের যৌন নিগ্রহ ও বিক্রির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রীর পুত্রবধূ
ভারতের তারকা ব্যাটসম্যান মিতালি রাজ তার খেলা দিয়ে নিজের এবং দেশের নাম উন্নীত করেছেন। কিন্তু খেলাধুলা তার প্রথম প্রেম ছিল না। বাবার জোরাজুরিতে ক্রিকেটার হয়েছিলেন মিতালি রাজ। তিনি নাচতে পছন্দ করতেন। ছোটবেলা থেকেই নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন। তিনি ভরতনাট্যমের প্রশিক্ষণও নিয়েছেন। মিতালির ভাই ও বাবাও সাবেক ক্রিকেটার ছিলেন।
আরও পড়ুন- হাত বাঁধা অবস্থায় বাইকের পেছনে দুটি কিশোরী; আটক বাইক চালক, উদ্ধার নাবালিকা