কংগ্রেসকে আর সমর্থন করা হবেনা : মুখ্যমন্ত্রী

Congress-will-not-be-supported-anymore-Chief-Minister


অম্লিতা দাস : কংগ্রেসকে নিয়ে আবারও মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জানবাজারে কালিপুজোর উদ্বোধন করতে গিয়ে তিনি কংগ্রেস নিয়ে বললেন বেশ কিছু কথা।

দলের নেতাকে হেনস্থার প্রতিবাদে তীর-ধনুক নিয়ে থানার সামনে বিক্ষোভ আদিবাসীদের

কংগ্রেসকে আর সমর্থন করা হবেনা এমনটাই পরিষ্কারভাবে জানালেন তৃণমূল নেত্রী। বলে উঠলেন, আমরা কংগ্রেসের সাথে এগোতে চাইলেও, তাঁরা এগিয়ে আসেনি। রাজ্যে যে আমাদেরই বিরুদ্ধে লড়াই করবে তাঁদের জন্য সমর্থন কি করা সম্ভব? আমরা ওদের সাথেই  ২০১১তে জোট তৈরি করেছিলাম একসাথে এগোনোর উদ্দেশ্যে। তবে দিন দিন ওঁরা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করতে থাকে। এভাবে মানুষেরও বেশ অসুবিধা হচ্ছিল। তাই ছেড়ে দিয়েছি।

কুকুরের ওপর অত্যাচার করতে থাকা মানুষটির দিকে ছুটে আসল একটি গরু, তারপর যা হল- দেখুন ভিডিও

গোয়ার ঘটনাও তুললেন মুখ্যমন্ত্রী, কংগ্রেস কোনোভাবে বিজেপির সাথে হাত মিলিয়েছে এমন ধারণার সাথেই বললেন, গোয়ায় একদল লোকের কালো পতাকা দেখানোর ঘটনা উল্লেখ করে বললেন, আমার পরেও আরো একটি কনভয় গেছিলো কিন্তু তাঁদের সাথে এমন ঘটনা ঘটেনি। বিজেপির বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপও কি নিয়েছেন কংগ্রেস? বরং হাত মিলিয়ে ওঁদের চিরশত্রু সিপিআইএমদের সাথে। 

২০২২- এই নির্ধারিত হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ, কোভিড বিধি মেনেই হোমসেন্টারে পরীক্ষা

বিজেপিকেও উদ্দেশ্য করে মমতা বললেন,অচ্ছে দিন আর কই? একুশের নির্বাচনে ডেইলি প্যাসেঞ্জারিতে মানুষের যা খরচ হল সেটাই পেট্রোল, ডিজেলের দাম বাড়িয়ে তাদের থেকে তোলা হচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষ আর সেই রাজনৈতিক দলে বিশ্বাস রাখবেনা।

Post a Comment

Previous Post Next Post