রিয়া গিরি : রাজ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও তা সকলের জন্য নয়। করোনার বাড়তি চাপের মধ্যেও কলেজ খোলা নিয়ে এখনো পর্যন্ত চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে অভিভাবকদের মধ্যে ।
বাস ও ট্রাকের সংঘর্ষে জীবন্ত পুড়ল ১২ জন
কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত নিয়েছে কলেজ খুলবার। সম্ভবত সমস্ত কলেজ ১৫-১৬ নভেম্বর পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কলেজ সবার জন্য খুলছে না এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। সম্ভবত দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য খুলছে কলেজ। নবাগত পড়ুয়াদের জন্য এখনো পর্যন্ত কলেজ খোলার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নবাগত পড়ুয়াদের জন্য এখনো পর্যন্ত বন্ধ থাকছে কলেজ আর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও নবাগত পড়ুয়াদের জন্য এখন খুলছে না কলেজ। সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলির পাশাপাশি রাজ্যের বেসরকারি কলেজগুলির তরফ থেকে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।