খুলছে কলেজ,তবে প্রথম বর্ষের জন্য শুধুই অনলাইন মাধ্যম,কারা করবে অফলাইন ক্লাস?

 

College-is-opening-but-only-online-medium-for-the-first-year-who-will-take-offline-classes

অম্লিতা দাস: নয়া পড়ুয়াদের জন্য বন্ধই থাকছে কলেজের দরজা। তাদের ক্লাস চলবে অনলাইনেই জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ১৬ তারিখই খুলছে স্কুল ও কলেজ। আর সেই নিয়েই অফলাইন ক্লাসের তোড়জোড় করে চলেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। কোভিড বিধি মেনে আবার অফলাইন পঠন পাঠন কিভাবে চলবে তা নিয়েই আজ বৈঠক ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। দুই বিশ্ববিদ্যালয়েরই সিদ্ধান্ত অনলাইনেই চলবে প্রথম বর্ষের পঠন পাঠন।

আরও পড়ুন- রাজ্যে পেট্রোপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ বনগাঁয়

১৬ তারিখ থেকে অফলাইনে চলবে তৃতীয় সেমিস্টারের পঠন পাঠন। যাবতীয়  প্র্যাকটিক্যাল ক্লাসও হবে অফলাইনে। যেই সমস্ত বিভাগে অধিক পড়ুয়া আছে তাদের অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই ক্লাস চলবে। আর যেই বিভাগে পড়ুয়া সংখ্যা কম তাদের প্রত্যেককেই কলেজে আসতে হবে। সামাজিক বিধি মানতেই এমন সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের। প্রত্যেক বিভাগ সিদ্ধান্ত নেবেন কিভাবে তারা অফলাইন এবং অনলাইন ক্লাস নেবেন।  তবে সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাস হবে অফলাইনেই।

আরও পড়ুন- গাছের মগডালেই ৪৮ ঘন্টা দিব্যি বসে বছর ২৬-এর যুবক! প্রশাসনের দ্বারস্থ পরিবার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সিদ্ধান্ত প্রায় একইরকম। স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়ারা অনলাইন ক্লাস করবে এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা কলেজে গিয়ে ক্লাস করবে। স্নাতকোত্তরে প্রথম বর্ষের পড়ুয়ারা করবে অফলাইন ক্লাস। কলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর দুই দিকেই একটি একটি বর্ষ অফলাইন ক্লাস করতে পারবে। কোন বর্ষ অফলাইন ক্লাস করবে সে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিভাগ।

আরও পড়ুন- বিয়ে বাড়িতে গান বাজানোর অপরাধে ১৩ জনকে হত্যা করল তালিবান

ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়ারা কলেজে আসবে। পি এইচ ডি, এম ফিলের সকলেই ক্যাম্পাসে আসবে। অফলাইনের সাথে সাথে সকলের জন্য থাকবে অনলাইন ক্লাসের ব্যবস্থাও।

অপরদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্কুলও খোলা হবে ১৬ তারিখ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণীর অফলাইনে পঠন পাঠন চলবে। তবে স্কুলের নির্দিষ্ট সময় ধার্য করা হয়েছে। নবম ও একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে সকাল ১০টায় শেষ হবে ৩:৩০ এ। ও দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে সকাল ১১টায়,শেষ হবে বিকেল ৪:৩০টায়।

Post a Comment

Previous Post Next Post