মুখ্যমন্ত্রীর পাড়ার ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তারই ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়

Chief-Minister-s-ward-has-become-the-candidate-for-the-sister-in-law-Kazri-Bandyopadhyay


রিয়া গিরি : ইতিমধ্যে কলকাতার পৌরভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বেশ কয়েকটি অঞ্চলে প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পাড়াতে তৃণমূল প্রার্থী হিসেবে নাম দিয়েছেন ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায় কে।

শবদাহ করতে যাওয়ার পথে ট্রাক উল্টে বাগদায় ১৮ জনের মৃত্যু, আহত একাধিক

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়া অর্থাৎ ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে নিজের ভাতৃত্বের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসাবে নতুনমুখ করলেও পাড়ারই মেয়ে কাজরী পাড়ার অলিগলি সম্পর্কে আগে থেকেই অবগত।

যিনি অবশ্য সম্পর্কে ভারতী সেনগুপ্ত অর্থাৎ সিপিএম নেত্রীর মেয়ে। অর্থাৎ ছোট থেকেই রাজনীতির প্রতিটি দিক সম্পর্কে জানেন তিনি। তাই রাজনীতির জীবন তার কাছে নতুন নয়।

Tripura election: আগরতলায় ৭ টি ওয়ার্ডে জয়ী বিজেপি

ভারতী দেবী নিজের মেয়ের প্রচারে থাকতে চাইলেও দল সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে। তিনি বলেছেন, পার্টির শৃংখলতা ভারতী দেবী জানেন। তাই আগে দল এবং পরে ব্যক্তিগত জীবন; সে  সম্পর্কেও অবগত তিনি।

শনিবার থেকেই কাজোরি বন্দোপাধ্যায় নিজের স্বামীকে সঙ্গে করে বেরিয়ে পড়েছেন ভোট প্রচারের জন্য। ৭৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিজের পাড়ার মেয়েকে কতটা সমর্থন করতে পারবেন তা দেখবার।

Post a Comment

Previous Post Next Post