গোপাল শেঠ'কে "রিগিং মাস্টার" বলে কটাক্ষ শংকরের, পাল্টা সাংবাদিক বৈঠক করে বলেন আজ

Calling-Gopal-Seth-Rigging-Master-Shankar-said-in-a-counter-press-conference-today

সায়ন ঘোষ, বনগাঁ : ফের রাজনৈতিক তরজা বনগাঁয়। গোষ্ঠী দ্বন্দ্বের শিকার বনগাঁ তৃণমূল নেতৃত্ব। এক প্রান্তে প্রাক্তন চেয়ারম্যান, অপর দিকে বর্তমান পৌর প্রশাসক। 

প্রসঙ্গত, বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যের বিস্ফোরক বক্তব্যকে ঘিরে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন বনগাঁ শহর তৃণমূল নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ দেবনাথ একের পর এক মন্তব্য করেন প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এমন কি 'পাগলের প্রলাপ' বলে বিদ্রূপ করা হয় শংকর আঢ্যকে।

Calling-Gopal-Seth-Rigging-Master-Shankar-said-in-a-counter-press-conference-today

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের পরিপ্রেক্ষিতে শুক্রবার পাল্টা সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য। শংকর বাবু শুরুতেই যুব সভাপতি সন্দীপ দেবনাথকে নিশানা করে বলেন, "সন্দীপ বাচ্চা ছেলে, আমার ভাই এর মতো। তবে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার অধিকার কাদের আছে সেটা আগে জানা উচিত। এভাবে করাটা অবৈধ কাজ।" ২০১৫ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০১৫ সালে বনগাঁ ১৩ নম্বর ওয়ার্ডের মৌসুমী চক্রবর্তীর নির্বাচনী এজেন্ট ছিল পল্লব মিত্র, তিনি সবটা জানেন। আর ১৭ নম্বর ওয়ার্ডে যদি রিগিং করে জিতে থাকি তাহলে তো যার মাতৃভূমি ১৭ নাম্বার ওয়ার্ড, যিনি গত সাংবাদিক বৈঠকের সেকেন্ড বেঞ্চে বসেছিলেন তিনি হলেন "রিগিং মাস্টার"।  আমি আমার বক্তব্যে "রিগিং" কথার উল্লেখই করিনি। আর জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের নির্দেশ দিয়েছেন এই কথাটাও আমি বলিনি। কারন, বালু'দা এমন কাজ করতে পারেন না।

বনগাঁর প্রাক্তন চেয়ারম্যানের বিস্ফোরক বক্তব্য'কে 'পাগলের প্রলাপ' বলে আখ্যায়িত

উল্লেখ্য, যুব সভাপতি সন্দীপ দেবনাথের বিষয়ে প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য বলেন, উনি নিজের ২৩৬ নম্বর বুথে ২০১৯ ও ২০২১ এর নির্বাচনে হারলো কেন? এর জবাব তিনি আগে দিক। ভোট আসলেই শুধু মিটিং মিছিলে দেখা যায়। দলের সাথে কতটা গদ্দারি করেছে আমরা জানি। ২০১৯ শে লোকসভা ভোটের পর কুমদিনি স্কুলের সামনে বর্তমান ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এর প্রধান প্রসেনজিৎ ঘোষকে মারতে গেছিল।

২০১০ সাল থেকে এতো উন্নয়নের পর, দল শংকর আঢ্যকে কেন চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিল। সেই প্রসঙ্গে শংকর বাবু জানান, শুধু আমাকে নয় আরো ১০০ টি পৌরসভায় এমন হয়েছে। দল যেটা ভালো বুঝেছে করেছে। শংকর আঢ্যের সরকারী নিরাপত্তারক্ষী তুলে নেওয়া প্রসঙ্গে তাকে প্রশ্ন করলেও যদিও তিনি কিছু বলতে চাননি।


 

Post a Comment

Previous Post Next Post