বনগাঁ থানার কৃষ্ণচন্দ্রপুরে বাস দুর্ঘটনা

Bus-accident-at-Krishnachandrapur-of-Bangaon-police-station


প্রতিনিধি : বনগাঁ সড়কে চলতি একটি যাত্রীবোঝাই বাস সামনের দিক থেকে আসা বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনায় গুরুতর হবে জখম হন কয়েকজন যাত্রী।

দুর্ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা বনগাঁ সড়কে। এদিন বনগাঁ থানার কৃষ্ণচন্দ্রপুরে দত্তফুলিয়া দিক থেকে আসা একটি বনগাঁ গামি বাস সামনের বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার ধারে উল্টে পড়ে। বাসের মধ্যে থাকা যাত্রীদের কাচ ভেঙে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে এসে পৌঁছান বনগাঁ থানা পুলিশ।

ইউটিউব দেখেই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় স্থান পেল ভাঙ্গড়ের জাহির উদ্দিন

স্থানীয় বাসিন্দা দাবি, মুলত রাস্তা খারাপ হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, যাত্রীবাহী বাসটি সামনের বাইক আরোহী কে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে উল্টে যায় বাসটি। বাস ভর্তি প্রায় ৫০ জন যাত্রী ছিল। অধিকাংশই কমবেশি আহত হয়েছে। তবে রাস্তার বহাল পরিস্থিতি এর জন্য কিছুটা হলেও দায়ী বলে দাবি করেন তারা।

Post a Comment

Previous Post Next Post