ভোটের পূর্বে উত্তরপ্রদেশে বড় চমক! ৩৪০ কিমি লম্বা এক্সপ্রেসওয়ে উদ্বোধন মোদির

Big-surprise-in-Uttar-Pradesh-before-the-vote-Modi-inaugurates-34-km-long-expressway


প্রতিনিধি : মঙ্গলবার উত্তরপ্রদেশের ৩৪০ কিলোমিটার লম্বা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লখনও থেকে গাজীপুর পর্যন্ত  বরাবাঁকি, অম্বেদকর নগর, আজমগড় সহ উত্তরপ্রদেশের মোট ন’টি জেলার মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে এই এক্সপ্রেসওয়ে।

এলাকা দখল নিয়ে সংঘর্ষ দুই বৃহন্নলা গোষ্ঠীর মধ্যে

মঙ্গলবার দুপুরে উদ্বোধনের পূর্বে সি-১৩০জে সুপার হারকিউলিস বিমানে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল। মূলত বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই তড়িঘড়ি এই সড়কটি উদ্বোধন করেছে মোদী সরকার এমনই মনে করছে রাজনৈতিক মহল। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই হাইওয়েতে দিল্লি থেকে বিহার পর্যন্ত ৬ লেনের রাস্তা। পরে ৮ লেন ও করা যাবে। মোট ২২ হাজার, ৫৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে এই আধুনিক প্রযুক্তির হাইওয়ে তৈরিতে।

রাজ্যে ১০ কোটি মানুষ পাবেন দুয়ারে নেশন : ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "এই এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের বিকাশ ও প্রগতি এক্সপ্রেসওয়ে। এই  এক্সপ্রেসওয়ের শিলান্যাসের সময় আমি ভাবতেও পারিনি যে মাত্র তিন বছরের মধ্যে আমি এর উদ্বোধন করতে পারব।"

Post a Comment

Previous Post Next Post