Battle Tank : বীরভূমে নামানো হয়েছে যুদ্ধ ট্যাংক, ভিড় জমিয়েছেন এলাকাবাসী

Battle-tanks-have-been-deployed-in-Birbhum-locals-have-gathered

রিয়া গিরি : বীরভূমে মাটিতে নামানো হয়েছে একাধিক যুদ্ধ ট্যাংক। যা দাপিয়ে বেড়াচ্ছে সারা বীরভূমের মাঠে। আতঙ্কিত হয়ে নয় মানুষজন হাসিমুখে দাঁড়িয়ে দেখছেন যুদ্ধ ট্যাংক গুলি।

সূত্রের খবর, বীরভূমের গ্রামগুলিতে  শুটিং  শুরু হচ্ছে। আর তার জন্যই বীরভূমের মাটিতে নামানো হয়েছে একাধিক যুদ্ধ ট্যাংক। যেখানে ভারত-পাক যুদ্ধের কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে। বীরভূমের মানুষরা যুদ্ধ ট্যাংক দেখতে ভিড় জমিয়েছেন। রিয়েল নয়, সিনেমার শুটিং এর জন্যই বীরভূমে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের সেট তৈরি করা হয়েছে।

শিশুদের যৌন নিগ্রহ ও বিক্রির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রীর পুত্রবধূ

বৈদ্যনাথ প্রাইমারি স্কুলে বেস ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে ভারত-পাক যুদ্ধ এর ব্যবহৃত কামানের মডেল,  রাশিয়ার যুদ্ধ ট্যাংক পিটি ৭৬ সহ  মেকআপ ভ্যান রাখা হয়েছে। রায় কাপুর ফিল্মসের প্রযোজনায় 'পিপ্পা' চিত্রনাট্যেটি 'দি  চাফেজ   ' এর অনুকরণে তৈরি করা হচ্ছে। অভিনয় করছেন মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেতা ঈশান খাট্টার এবং নায়িকার ভূমিকায় থাকছেন মরুনাল  ঠাকুর।



Post a Comment

Previous Post Next Post