ক্রেতার বেশে অভিযান চালিয়ে ১৫ লক্ষ বাজি উদ্ধার করল বাঁকুড়া পুলিশ

Bankura-police-recovered-15-lakh-bets-in-the-guise-of-a-buyer


ঈশিতা সাহা : ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাজারে বেরিয়াম সল্ট-কেমিক্যাল ক্র্যাকার বাজি বোমা নিষিদ্ধ করা হয়েছে।দীপাবলির আগে বেআইনিভাবে কোন দোকানে বাজি বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কখনো ক্রেতার বেশে বা কখনো বিশাল বাহিনী নিয়ে ডেরায় হানা দেওয়া শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশ। তারপরই কয়েক দিনে মধ্যে  প্রায় ১৫ লক্ষ টাকার বিভিন্ন  ধরনের বাজি উদ্ধার করেছে পুলিশ। এদিন নিষিদ্ধ বাজি বিক্রি করার অভিযোগে জেলায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কাজের মেয়াদ শেষ! একদিনে কাজ হারালেন ৫ হাজার যুবক, হরিণঘাটায় জাতীয় সড়ক অবরোধ

শুক্রবার, সুপ্রিম হাইকোর্ট জানিয়েছে, সব রকম বাজি নিষিদ্ধ করা হচ্ছে না। আদালত বলেছে, এই নির্দেশিকার অমান্য করা যাবে না। উৎসবের আবহে বেরিয়াম সল্ট-কেমিক্যাল কোনও আতশবাজিও পোয়ারো হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন। এদিকে কলকাতা হাইকোর্ট - এর পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়েছে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর আবেদনও।

Post a Comment

Previous Post Next Post