Tripura election: আগরতলায় ৭ টি ওয়ার্ডে জয়ী বিজেপি

BJP-won-6-wards-in-Agartala

প্রতিনিধি : রবিবার ত্রিপুরার পুর নির্বাচনের ফল ঘোষণা শুরু। ২২২ টি আসনে মোট ৭৮৫ জন প্রার্থীর ভোট গণনা নির্ধারণ হবে। বাকি ১১২টি আসনে বনা প্রতীদ্বন্দ্বীতায় জিতেছে বিজেপি। ইতিমধ্যেই গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তায় হবে ফল ঘোষণা। এদিকে সাতটি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এগিয়ে বিজেপি।

আজই স্পষ্ট হবে ত্রিপুরা আগরতলায় কতটা ভিত্তি স্থাপন করতে পেরেছে ঘাসফুল শিবির। ৩৩৪টি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে বিজেপি। ১২০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল। এদিন সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। নিরাপত্তার খাতিরে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেল নিয়োগ করা হয়েছে। ভোট কেন্দ্রে গেটের বাইরে রয়েছে নাকা পয়েন্ট।

শবদাহ করতে যাওয়ার পথে ট্রাক উল্টে বাগদায় ১৮ জনের মৃত্যু, আহত একাধিক

২ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি। আগরতলার ১৮ নম্বর ওয়ার্ডের জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিষেক দত্ত। মোট ৬৫৪ আসনে জয়ী। প্রার্থী বলেন, 'আমি সকলের কাছে কৃতজ্ঞ।' দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। ২০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রত্না দত্ত।

১৯ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি ভাস্বতী দেববর্মা। ৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তুষার ভট্টাচার্যী। ওই কেন্দ্রে তৃণমূলের ভোট ৬১৫ এবং তিন হাজার  ৪১৫ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। ইতিমধ্যে স্ট্রংরুম খুলে গিয়েছে বেশিরভাগ কেন্দ্রে।

কড়া নিরাপত্তা ও সুরক্ষা সঙ্গে চলছে গণনা।রবিবার প্রাতঃভ্রমণে এসে তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের। বললেন, 'তৃণমূল একটাও আসন পাবে বলে মনে হয় না। BJP প্রার্থী না দিলে একমাত্র ওঁদের জেতার সম্ভাবনা ছিল।'

Post a Comment

Previous Post Next Post