Fulbari Border : ফুলবাড়ি সীমান্তে ভারতীয় ট্রাক চালকদের বেধড়ক মারধর বিজিবি আধিকারিকদের

BGB-officials-beat-Indian-truck-drivers-at-Phulbari-border

প্রতিনিধি : ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ট্রাক চালকরা মারধরের অভিযোগ বি.জি.বি. আধিকারিকদের ওপর।  স্থানীয় ট্রাক চালকদের সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে পন্য নিয়ে ভারতে আসার সময় বেধড়ক মারধর করেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

ঘটনাস্থলে জখম হন দুই ট্রাক চালক, বাপি সরকার(২৬) এবং মহম্মদ আক্তার। সাথে সাথেই স্থানীয় হাসপাতালে ভর্তী করা হয় তাঁদের। এছাড়াও আহত হয়েছে আরও একাধিক ট্রাক চালক। 

১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা রাজ্যের

বুধবার সকালে ঘটনাটির সূত্রপাত হয়, ফুলবাড়ি সীমান্তে লাইনে দাঁড়িয়ে ছিল একাধিক ট্রাক। তাদের মধ্যে থেকেই একটি ট্রাক লাইন থেকে বেরিয়ে আসায় ওই ট্রাক চালককে বেধড়ক মারধর করে বিজিবি আধিকারিক। এমনই অভিযোগ ট্রাক চালকদের। এমন কি শুধু তাই নয়, বেশ কিছু ট্রাক ভাঙচুরও করা হয়।

এছাড়াও একাধিক ট্রাক চালকদের অফিযোগ, প্রতিদিন বাংলাদেশে মাল নিয়ে যান তাঁরা। বেলা ১২ টার মধ্যে মাল খালি করে দিলেও সন্ধ্যে পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয় তাঁদের। আজকের ঘটনার প্রতিবাদ করায় ট্রাক চালকদের ওপর চড়াও হয় বিজিবি কর্মীরা। ভারতে ফিরে ফুলবাড়ি স্থলবন্দরে ক্ষোভে ফেটে পড়েন  ট্রাকটালক ও ট্রাক মালিকরা বিজিবি আধিকারিকদের উপর। তাঁদের দাবি, ব্যবস্থা নিতে হবে বিজিবি আধিকারিকদের বিরুদ্ধে। আর তা না হলে আমদানি রফতানি বন্ধ করে দেওয়া হবে ফুলবাড়ি সীমান্ত দিয়ে।



Post a Comment

Previous Post Next Post