সাময়িকভাবে বন্ধ হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় খেলার সরঞ্জামের মার্কেট, ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা

Asias-largest-sports-equipment-market-is-temporarily-closed-with-traders-fearing-losses


ঈশিতা সাহা : সাময়িকভাবে বন্ধ থাকবে এশিয়ার সবচেয়ে বড় খেলার সরঞ্জামের বাজার ময়দান মার্কেট। দোকানদারদের কার্জন পার্কে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। কেন বন্ধ থাকছে এত বড় মার্কেট!

ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার হল দুজন বাংলাদেশী মহিলা সহ দালাল

নবান্ন সূত্রে খবর, জানুয়ারি মাসে শুরু থেকেই ধর্ম তলায় জোকা বিবাদীবাগ মেট্রো সুড়ঙ্গ তৈরির কাজ আরম্ভ হবে। তার জেরেই বন্ধ রাখতে হবে ময়দান পার্ক জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মতি জানানো হয়েছে। এমন ঘোষণার পর আশঙ্কায় ময়দান মার্কেটের ব্যবসায়ীরা।

বিপ্লব- সরকারের ইচ্ছার বিরুদ্ধেই ডিসেম্বরে ত্রিপুরা সফরে মমতা, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শতাব্দী প্রাচীন এই মার্কেটের সঙ্গে জড়িয়ে হাজারো স্মৃতি। সকাল থেকে শুরু হয় শত লোকের আনাগোনা।এমনকি মার্কেট শুরু প্রথম পর্ব থেকে এখনো পর্যন্ত চলছে প্রায় সাড়ে চারশো দোকান। হঠাৎ করে স্থান পরিবর্তন, সেখানে সকলে দোকান খুলতে পারবে কিনা এবং কত দিনে মেট্রোর কাজ শেষ হবে তা নিয়ে চিন্তার ভাঁজ কপালে ব্যবসায়ীদের।

চলন্ত ট্রাকে দাউ দাউ করে আগুন, ঘটনায় আতঙ্ক এলাকায়

সাময়িক বন্ধের সিদ্ধান্ত মার্কেটের এক ব্যবসায়ী বলেন, " আমি এখানে ৩৫ বছর ধরে আছি।আমদের এতদিনের ব্যাবসা সেখান থেকে অন্য জায়গায় চলে যাবো সেখানে নতুন করে কবে জাগা পাবো সবনিয়ে চিন্তায় আছি।"

Post a Comment

Previous Post Next Post