অম্লিতা দাস : প্রায় দুই বছর পেড়িয়ে ছাত্রছাত্রীরা ফিরেছে স্কুল কলেজে। এরই মধ্যে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, অতীতে এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ে হেনস্থা হতে হয়। আর সেই জেরেই তাদের এই আন্দোলন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করেন কলা বিভাগের পড়ুয়ারা।সেই আন্দোলনের তেজ ছড়িয়ে পড়ে সহ উপাচার্য পর্যন্ত। তাদের দাবি প্রথম বর্ষে থাকতে তাদেরই বিভাগের এক ছাত্রী হেনস্থা হয় অন্য বিভাগের ছাত্রনেতার কাছে। সেই ছাত্রনেতার কাছে র্যাগিংয়ের শিকার হয়ে হোস্টেল ছেড়ে যান পড়ুয়া। পরে সেই হোস্টেলে আবার ফিরে এলে হোস্টেল কমিটির বৈঠক ডেকে তাকে আবার হেনস্থা করা হয়।
SSC- তে কর্মী নিয়োগের বেনিয়ম! ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টে
আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জানান, সেই ছাত্রনেতার বিরুদ্ধে এক লিখিত জমা দেওয়া হলেও তার বিরুদ্ধে কোনোরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনও। এই নিয়েই অভিযোগ পড়ুয়াদের। ইতিমধ্যে উপাচার্য ও সহ উপাচার্য উক্ত ঘটনা নিয়েই বৈঠক করেছেন। তাঁরা পড়ুয়াদের আশ্বাস দিয়েছেন যে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং এর দুটি আলাদা কমিটি তৈরি হয়েছে। একজন শিক্ষক ও আধিকারিক নিয়েই তৈরি সেই তদন্তকারী কমিটি। তারাই সঠিক তদন্ত করে সমস্যার সমাধান আনবেন।