রিয়া গিরি : বহু বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষ করে চালু হতে চলেছে শিলিগুড়ি সিকিম রেলপথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখনই সেবক রংপোর মধ্যে রেলপথ তৈরীর কাজ শুরু হয়েছিল। যা ১৩ বছর পর শেষের কাজে এসে পৌঁছেছে।
বায়ু সেনার বিরুদ্ধে বিয়ের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ
মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন সেবক রংপো প্রকল্পের ঘোষণা করেছিলেন। তিনি ২০১৫ সালে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হলেও পাহাড়ের মধ্য দিয়ে কাজ হওয়ার সময় নানা বাধার মুখে পড়তে হয়েছিল। এই রেল পথ তৈরীর জন্য অনুমানিক ১ হাজার ৩০০ কোটি টাকা ধার্য করা হয়েছিল। যার খরচ এখনো পর্যন্ত ৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।
দুটি ডোজ নিলেই মিলবে বিশেষ পুরস্কার
পর্যটনের এর গতি বাড়াতে এই রেলপথের সূচনা করার কথা ভাবা হয়েছিল। রেলপথটিতে মোট ৬ টি স্টেশন থাকবে। পরে অবশ্য এর পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই রেলপথটি ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে। সম্প্রতি নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েশ জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা এ কথা জানিয়েছেন।