ভ্যাকসিন চুরির অভিযোগ; গ্রেফতার ২

Allegations-of-vaccine-theft-Arrest-2


ঈশিতা সাহা : ভ্যাকসিন চুরি করে নিজের দোকানেই টিকাকরণের অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। ধৃতদের নাম দিলীপ রায় ও শংকর রায়।

গতকাল আকাইপুর বাজার এলাকায় একটি দোকানে বসে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল বলে অভিযোগ জানান স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা হাজির হন। শুরু হয় অবরোধ-বিক্ষোভ। টায়ার পুড়িয়ে প্রায় দেড় ঘন্টা চলে অবরোধ।

আরও পড়ুন- বাংলায় হার হলেও ভিন রাজ্যে জয় বন্দনা বিজেপির

দলের নেতা বিকাশ ঘোষ বলেন, ''আমরা বিএমওএইচের সঙ্গে যোগাযোগ করি। সেখান থেকে জানা যায়, মঙ্গলবার এই এলাকায় টিকাকরণের কর্মসূচি ছিল না। তা ছাড়া, টিকা দিতে হলে স্বাস্থ্যকর্মীরা দেবেন। কোনও দোকানে বসে হাতুড়ে ডাক্তার ব্যক্তিগত উদ্যোগে এই কাজ করতে পারে না। টিকা তিনি কোথা থেকে পেলেন, সে প্রশ্নও উঠছে।'' 

আরও পড়ুন- দীপাবলি উদযাপনে ১২ লাখ প্রদ্বীপ জ্বালিয়ে পুরনো রেকর্ড ভাঙছে উত্তর প্রদেশ সরকার

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার আকাইপুর গ্রাম পঞ্চায়েতে একটি ভ্যাকসিন ক্যাম্প কর্মসূচি ছিল। এদিনের ক্যাম্প শেষে সেখান থেকে ৬ টি ভায়েল ফেরত আসে। তদন্ত করে জানা যায় সেখান থেকে চারটি ভায়েল পাওয়া যাচ্ছে না। ঘটনার পর মঙ্গলবার বনগাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহারায় গোপালনগরের থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।বিএমওএইচ মৃগাঙ্ক সাহা রায় বলেন, ''মঙ্গলবার আকাইপুরে টিকাকরণের তারিখই ছিল না। অভিযোগ পেয়েছি। পুলিশকে জানানো হয়েছে।"

আরও পড়ুন- উদ্ধার লাখ টাকার বাদামি চিনি

এদিনের অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানা পুলিশ তদন্তে নেমে দিলীপ ও শংকরকে ভ্যাকসিন চুরির দায়ে গ্রেপ্তার করে। ইতিমধ্যে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post