বনগাঁ সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; সিকিউরিটি গার্ড ও মৃতের পরিবারের মধ্যে হাতাহাতি

Allegations-of-medical-negligence-in Bangaon-Clashes-between-security-guards-and-the-family-of-the-deceased


প্রতিনিধি : চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন মৃতের পরিবারের লোকেরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সুপার স্পেশালিস্ট হাসপাতালে। হাসপাতালের বাইরে প্রতিবাদ  করতে দেখা যায় মৃতের পরিবারকে। 

বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, প্রধানমন্ত্রীর দ্বারস্থ রাজ্যের রেশন ডিলারা

সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বনগাঁর পাটশিমুলিয়ার ডনবস্ক এলাকার বাসিন্দা  মতিয়াস ইক্কা নামে এক ব্যক্তিকে জল থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারবাবুরা রোগীকে মৃত ঘোষণা করে। এরপরই মৃতের পরিবার ও আত্মীয়-স্বজনরা হাসপাতালের বাইরে প্রতিবাদ শুরু করে।

সরকারি নির্দেশ ছাড়াই এলাকাবাসীদের ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে টায়ার পুড়িয়ে অবরোধ বিজেপি দল নেতার

অভিযোগ, ওই প্রতিবাদের সময় আহত হয় হাসপাতালের ২ সিকিউরিটি গার্ড। যদিও এই অভিযোগ মিথ্যে বলে পাল্টা সিকিউরিটি গার্ডদের ওপর মারধরের অভিযোগ আনে মৃতের পরিবার। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তি প্রথম থেকেই মৃত ছিল এবং মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোগীর মৃত্যুর পেছনে হাসপাতাল কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী নয়।

গোসাবায় এক লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল

মৃত যুবকের মা দীপা ইক্কা বলেন, "ছেলেকে এমার্জেন্সিতে অনেকক্ষণ ফেলে রেখেছিল। হঠাৎ এক চিকিৎসক বলেন ছেলে মারা গিয়েছে৷ আমরা প্রশ্ন করেছিলাম; তাই আমাদের লোকজনদের হাসপাতাল কর্মীরা মারধর করে ।এখন নাটক করছে৷ মৃত যুবকের বোন একা ইককা বলেন" আমার দাদাকে সঠিক সময়ে চিকিৎসা করলে হয়তো  বেঁচে যেত।"

Post a Comment

Previous Post Next Post