ইউটিউব দেখেই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় স্থান পেল ভাঙ্গড়ের জাহির উদ্দিন

After-watching-YouTube-Bhangar-s-son-got-a-place-in-the-All-India-Medical-Entrance-Examination


রিয়া গিরি : কথায় বলে প্রবল ইচ্ছাশক্তি থাকলে কোনো কাজই কঠিন নয়। সেই ইচ্ছা শক্তির জোরেই ভাঙ্গড়ের ছেলে জাহির উদ্দিন বিশ্বাস কোন কঠিন ছাড়াই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়  ১৯৪৭ স্থান লাভ করেছে।

Debit বা Credit কার্ড ছাড়াও ATM থেকে টাকা তুলতে পারবেন, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া

পারিবারিক দিক থেকে আর্থিক অনটনের মধ্যে থাকলেও পড়ার প্রতি নিজের জেদ ও ভালোবাসা কখনো কমতে দেননি জাহিরউদ্দিন এর বাবা। বাবা পেশায় একজন মুদি দোকান চালায়। মা গৃহবধূ। জাহিরউদ্দিন এর বাবা নজরুল বিশ্বাস জানান উনার দুই সন্তান পড়াশোনায় অত্যন্ত মেধাবী। পরিবারে দিন এনে দিন খাওয়া পরিস্থিতির মধ্যে ছেলের সাফল্যের জন্য অত্যন্ত খুশি হয়েছেন তিনি। জাহির উদ্দিন এর ইচ্ছে কলকাতা মেডিকেল কলেজে পড়ার। কিন্তু পারিবারিক আর্থিক প্রতিকূলতা বাধা হয়ে দাঁড়িয়েছে তার জন্য।

পেট্রোল-ডিজেলের VAT এখনো পর্যন্ত কমাননি বিরোধী শাসিত রাজ্য, চাপ সৃষ্টি মোদির

মেডিকেল সংক্রান্ত বিষয়ে কোচিং নেওয়ার যথেষ্ট টাকা পয়সা না থাকায় জাহিরুদ্দিন একবছর বাড়িতে সময় নিয়ে ইউটিউব দেখে মেডিকেলের জন্য প্রস্তুত হয়েছিল। সেখান থেকেই সাফল্য এসেছে তার। তার এই সাফল্যের জন্য সকলেই খুশি। ভাঙ্গড়ের বাসিন্দারা ও প্রশাসনের শীর্ষ কর্তারা তাকে কুর্নিশ জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post