'যারা পৌরভোটে 'গোঁজ' প্রার্থী দেবার চেষ্টা করবে তাদের আমি চামড়া গুটিয়ে নেব' : তৃণমূল নেত্রী আলোরানী; নিন্দায় সরব বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান

According-to-the-TMC-organizational-district-president-political-fervor-is-increasing-in-Bangaon


ঈশিতা সাহা : রাজ্য সরকারের নির্দেশে ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পৌরসভা ভোটের সম্মতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনের 'গোঁজ' প্রার্থী নিয়ে চিন্তিত তৃণমূল সভাপতি আলো রানী সরকার।

Corona Update : দৈনিক সংক্রমণ কমলেও, বাড়ছে মৃতের সংখ্যা

সম্প্রতি পৌরভোটে 'গোঁজ' প্রার্থী দেওয়া নিয়ে তৃণমূল সভাপতি আলো রানী সরকার মন্তব্য করেছেন, 'যারা পৌরভোটে 'গোঁজ' প্রার্থী দেবার চেষ্টা করবে তাদের আমি চামড়া গুটিয়ে নেব।' সুতরাং ভোট নিয়ে তৃণমূলের সাংগঠনিক জেলা সভানেত্রীর কথায় বনগাঁয় নতুন করে বাড়ল রাজনৈতিক উত্তাপ।আলো রানীর এই মন্তব্যের নিন্দায় সরব হলেন বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য।

' বাংলাকে বাংলাদেশ বলে মনে করছেন' রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

আলো রানীকে কটাক্ষ  করে তিনি বলেন, 'মনে রাখতে হবে এটা বনগাঁ, বিজপুর নয়। প্রত্যেক রাজনৈতিক দলের শিষ্টাচার রেখে কোনো বক্তব্য দেওয়া উচিত ।ওনার বক্তব্যেই প্রকাশ পাচ্ছে বনগাঁ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের আছে।বিরোধীদের হাতে তুরুপের তাস তুলে দেওয়া উচিত নয় । আমি ওনার এই বক্তব্য সমর্থন করিনা। উনি আমাদের নেত্রী। উনার উচিত সকলকে একসঙ্গে নিয়ে চলা।'

দি জঙ্গিপুর ট্রায়ালেই অভিনয়ে হাতে খড়ি শতাব্দি কন্যার

যদিও 'চামড়া গুটিয়ে নেওয়া' প্রসঙ্গে আলো রানী সরকার বলেন, 'এই রাজনীতি আমি দীর্ঘদিন ধরেই করি। এখন হয়তো কারো থেকে প্রশিক্ষণ নিতে হবে না।'

উল্লেখ্য, বনগাঁ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে একমাত্র স্বরূপনগর আসনটি ২০২১ সালে তৃণমূল দখল করতে পেরেছে। তার বাইরে কল্যাণী, হরিণঘাটা, গাইঘাটা, বাগদা, বনগাঁ উত্তর ও দক্ষিণ সহ ছ’টি বিধানসভাই রয়েছে বিজেপির দখলে। 

Post a Comment

Previous Post Next Post