জ্বালানির ভ্যাট না কমায় একজোড়া ঘোড়া কিনলেন বাংলার যুবক

A-young-man-from-Bengal-bought-a-pair-of-horses-without-reducing-the-fuel-VAT

রিয়া গিরি : পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষদের । কেন্দ্র পেট্রোল-ডিজেলের শুল্ক মূল্যছাড় দিলেও রাজ্যের তরফ থেকে ভ্যাট কমানো হয়নি। যার জন্য নাজেহাল হয়ে বাংলার এক যুবক কিনে ফেললেন একজোড়া ঘোড়া।

সূত্রের খবর, পেট্রোল এর খরচ বাঁচাতে দুটি ঘোড়া কিনে ফেললেন ব্যান্ডেলের যুবক আলোক কুমার রায়। নিত্যদিনের যাতায়াতের জন্য তিনি ঘোড়াকে সঙ্গী করেই বেরিয়ে পড়েন। এর পাশাপাশি অবশ্য পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ঘোড়াকে। হুগলী-চুঁচুড়া থানার ব্যান্ডেলের বলগড় রোডের বাসিন্দা আলোক পেশায় একজন প্রাক্তন সেনা কর্মী দীপক কুমার রায় মিনতি রায়ের ছেলে। কর্মসূত্রে বহুবছর আরবের ছিলেন। গত বছরই দেশে ফিরে আসে সে।

পৃথিবীর চারপাশে তৈরি হতে পারে শনির মত বলয়

শখের জন্য অনেক বাইক রয়েছে আলোকের কাছে। কিন্তু পেট্রোল-ডিজেলের দাম এর জন্য সঙ্গী করে নিয়েছেন ঘোড়াকে। কলকাতার হেস্টিংস থেকে কাটিওয়ারা প্রজাতির ঘোড়া কিনেছেন তিনি। মোট ৩ লক্ষ টাকা দিয়ে ঘোড়া কিনেছিলেন তিনি। আদর করে ঘোড়ার নাম দিয়েছেন এ রাজু এবং মুসকান। রাজুর পিঠে চড়ে ব্যান্ডেলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান আলোক।



Post a Comment

Previous Post Next Post