Digha : দীঘায় কাঁকড়া খেয়ে প্রাণ গেল এক পর্যটকের


রিয়া গিরি : বাঙালির কাছে ছুটির জায়গার লিস্টে প্রথমে আসে দীঘার নাম। দীঘা গিয়ে কাঁকড়া ও সমুদ্রের মাছের পদ বাঙালির পাতে থাকবেই। কিন্তু দীঘায়  কাঁকড়া খেয়ে প্রাণ গেল এক  পর্যটকের।

শিশুদের যৌন নিগ্রহ ও বিক্রির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রীর পুত্রবধূ

বেহালার ওই যুবক শুক্রবার নিজের পরিবারের সদস্যদের নিয়ে দীঘায় বেড়াতে গিয়েছিলেন। ওই যুবকের নাম সৌম্যদীপ শিকদার। সমুদ্রে স্নান এরপর কাঁকড়া খেয়েই  শরীর খারাপ হতে থাকে তার। তড়িঘড়ি করে এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারায় ওই যুবক।

নিহত ওই যুবকের পরিবার সূত্রের খবর ওই যুবকের কাঁকড়ায় এলার্জি ছিল। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় কাঁকড়া খাওয়ার পরই অস্বস্তিতে পরে ওই যুবক এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় সৌম্যদীপের। পেশায় একটি বেসরকারি সংস্থার মার্কেটিং এর সাথে যুক্ত। কর্মসূত্রে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিল সে। কিন্তু ভাগ্যক্রমে আর বাড়ি ফেরা হয়নি ওই যুবকের।




Post a Comment

Previous Post Next Post