রিয়া গিরি : জিনিস চুরি হলে সবার আগেই আমরা দ্বারস্থ হয়ে পুলিশের কাছে। কিন্তু পেন্সিল চুরির অভিযোগ নিয়ে কাউকে কখনো পুলিশের কাছে যেতে দেখিনি। পেন্সিল চুরি গেছে বলে স্কুলের এক সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হতে দেখা গেল একটি স্কুল পড়ুয়াকে।
মুখ্যমন্ত্রীর পাড়ার ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তারই ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়
ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশের কুর্ণুল জেলায় একটি স্কুলে। পেন্সিল চুরির অভিযোগ নিয়ে পুলিশ থানায় গিয়ে বন্ধুর বিরুদ্ধে অভিযোগ করতে দেখা গেল বছর ৬ এর একজন খুদেকে। পুলিশ সূত্রের খবর,রাগী রাগী হয়ে পুলিশকে অভিযোগ জানাতে আসে এক স্কুলপড়ুয়া।
Tripura election: আগরতলায় ৭ টি ওয়ার্ডে জয়ী বিজেপি
পরে পুলিশ ঘটনাটি জানতে চাইলে নিজের বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এক স্কুল পড়ুয়া। পেন্সিল চোরের অভিযোগ পেয়ে রীতিমত অবাক হয়েছেন পুলিশকর্মীরা। পুলিশ কর্তারা জানান ওই খুদে নিজের এক বন্ধুর পরামর্শে পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে গিয়েছিল।
শবদাহ করতে যাওয়ার পথে ট্রাক উল্টে বাগদায় ১৮ জনের মৃত্যু, আহত একাধিক
অন্ধপ্রদেশ পুলিশের তরফ থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর থেকেই ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা। যদিও এত অল্প বয়সে ওই খুদেদের বুদ্ধির তারিফ করেছেন অন্ধপ্রদেশ পুলিশ।
দেখুন সেই ভিডিও--