নদীয়ায় পথ অবরোধের জেরে অ্যাম্বুলেন্সেই মৃত্যু অসুস্থ শিশুর

A-sick-child-died-in-an-ambulance-due-to-road-blockade-in-Nadia


প্রতিনিধি : গতকাল সন্ধে থেকে কৃষ্ণনগর মিউনিসিপালিটি মোড়ে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করেন জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তা কর্মীরা। দীর্ঘক্ষন চলে পথ অবরোধ। সৃষ্টি হয় বিশাল যানজটের। এদিকে পথ অবরোধের জেরেই যানবাহন আটকে মৃত্যু হয় কলকাতাগামি সাত বছরের অসুস্থ শিশুর। নাম সাকিবুল সেখ।

আরও পড়ুন- India Tour of New Zealand : ভারতের নতুন অধিনায়ক নিযুক্ত হল রোহিত শর্মা, জেনে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া নতুন দল...

জানা গিয়েছে, জগদ্ধাত্রী পুজো বিসর্জনের দাবিতে শুরু হয় এই পথ অবরোধ। বাঁশের উপর বসিয়ে প্রতিমা বিসর্জনের দাবি করেন তারা। অবরোধের জেরে দীর্ঘক্ষন আটকে থাকে যান চলাচল। সেই সময় মালদা থেকে কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে রওনা দেন এক অসুস্থ শিশুর পরিবার। কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে অ্যাম্বুলেন্স এর মধ্যেই মৃত্যু হয় শিশুটির বলে অভিযোগ পরিবারের। ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণ পথ অবরোধ ও শিশুর মৃত্যুর অভিযোগে ৫ জন অবরোধকারীদের গ্রেফতার করে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post