প্রতিনিধি : মানুষের মত দরদি যেমন কেউ হয়না, তেমন নির্মম ও কেউ হতে পারে না। বিনা কারণেই পশু প্রাণীর উপর মানুষের অত্যাচার যেন এক স্বভাব। তবে এবার এক প্রাণীকে অত্যাচার থেকে বাঁচাতে ছুটে এলো আরেক প্রাণী। ইতিমধ্যে একটি কুকুরের ওপর অত্যাচারী একটি বিরক্তকর ভিডিও ভাইরাল হয় ইন্টারনেটে।
প্রথম ভারতীয় বন পরিষেবা অফিসার সুশান্ত নন্দা ভিডিওটি শেয়ার করেন টুইটারে।ভিডিওটিতে দেখা যাচ্ছে, যে লোকটি বারবার একটি কুকুরের কান টেনে তুলে ধরছে। আর সেই যন্ত্রণায় কুকুরটি ব্যাথায় চিৎকার করছে। কুকুরের কান্না সত্বেও একবার নয় বারবার কান টানতে থাকে লোকটি। অবশ্য ঘটনায় আশেপাশে লোকরা এগিয়ে না আসে ভিডিও করে মজা নিচ্ছিল।
Karma 🙏🙏 pic.twitter.com/AzduZTqXH6
— Susanta Nanda IFS (@susantananda3) October 31, 2021
সাঁতরাগাছি ঝিলে ফিরে এসেছে পরিযায়ী পাখির দল
সেরকমই একটি ভিডিওতে দেখা গেল, কুকুরের চিৎকার শুনে একটি বড় গরু হঠাৎ করে ছুটে আসে লোকটির দিকে। এসেই শিং দিয়ে প্রচন্ড বেগে ধাক্কা মেরে ফেলে দেয় লোকটিকে। এবং লোকটির ওপর আক্রমণ করে। মুহুর্তের মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। অনেকেই ইনস্ট্যান্ট কার্মা বলে ভিডিওটি পোস্ট করতে থাকে।
That cow is better than that person taking pic😡
মমতাকে মায়ের সাথে তুলনা রাজীবের, তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে
তবে অবাক করা বিষয় এত লোক ভিডিওটি করছিল অথচ কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। ইতিমধ্যে ভিডিওটিকে ১.২ লক্ষ মানুষ দেখেছে