রিয়া গিরি : টয়লেটের দাম লাখ টাকা শুনলেই মনে জাগে কৌতুহল! কিন্তু বাস্তবে ঠিক এমনই একটি টয়লেট তৈরি করা হচ্ছে জাপানের রাজধানী টোকিওতে। টয়লেট টির দাম লাখখানেক টাকা হওয়ার পেছনে রয়েছে অনেক কারণ। নানান সুবিধা ও প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে এই লাখ টাকার টয়লেট।
Digha : দীঘায় কাঁকড়া খেয়ে প্রাণ গেল এক পর্যটকের
বরাবরই জাপান তার প্রযুক্তির জন্য বিশ্বের কাছে সুপরিচিত। আর সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে এক অদ্ভুত টয়লেট। যেখানে মিলবে গরম থেকে ঠান্ডা সিট। টয়লেটের ঢাকনা স্বয়ংক্রিয়ভাবেই খুলে যায়। সাধারণ টয়লেট গুলি থেকে একেবারে আলাদা এই টয়লেটের সিট। শীত থেকে বাঁচার জন্য টয়লেট সিটের তাপমাত্রা কমানো বাড়ানো যায়।
সাত ঘন্টা মর্গের ফ্রীজারে থেকেও বেঁচে উঠল যুবক
এমনকি টয়লেটে প্রয়োজন হলে উষ্ণ থেকে শীতল জল আসে। যা ঠিক করা হয়েছে নানা প্রযুক্তি দিয়ে। এই হাইটেক টয়লেট তৈরি হচ্ছে জাপানের টোকিওতে। টয়লেটের জন্য তৈরি হচ্ছে একটি বিল্ডিং যেখানে সব জায়গায় রয়েছে হাইটেক টয়লেট। অলিম্পিক বিল্ডিং নির্মাণকারী স্থপতি দিয়ে এই টয়লেটের ডিজাইন করা হয়েছে।