ঈশিতা সাহা : ২৭ ঘণ্টা পেরিয়ে গেল অথচ অবরোধ শিথিল করতে রাজি নন বিক্ষোভকারীরা।নদিয়ার জালালখালি হল্টে এখনও চলছে রেল অবরোধ। প্রতিটি লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে অবরোধ শুরু করেন স্থানীয়রা।
অবরোধকারীদের দাবি, ওই হল্ট স্টেশনে যাতায়াতকারী সমস্ত ট্রেন থামতে হবে। সে ক্ষেত্রে শিয়ালদহের ডিআরএম এসে লিখিত প্রতিশ্রুতি না দিলে তাঁরা নড়বেন না। স্থানীয় এক বিক্ষোভকারী জানান,এখান থেকে প্রচুর চাষিরা কলকাতায় ফুল এবং আনাজ রপ্তানি করেন। এলাকায় কোনও হাইস্কুল না থাকায় প্রচুর পড়ুয়া প্রায় ৭-৮ কিলোমিটার দূরে কৃষ্ণনগর ও বাদকুল্লার স্কুলে পড়তে যায়। সুতরাং কর্মরত মানুষ তো বটেই ছাত্র-ছাত্রীদেরও যাতায়াতে সমস্যার মুখে পড়তে হচ্ছে দিনকে দিন।
আরও পড়ুন- সরকারি নির্দেশ ছাড়াই এলাকাবাসীদের ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে টায়ার পুড়িয়ে অবরোধ বিজেপি দল নেতার
গত মঙ্গলবার জিআরপি এবং আরপিএফ এর দল ঘটনাস্থলে এসেছিল। কিন্তু তাতেও নড়চড় হয়নি অবরোধকারীদের দাবি।বিকালে কৃষ্ণনগর সদরের মহকুমাশাসক চিত্রদীপ সেনও গিয়েছিলেন সেখানে। কিন্তু তাতেও সুরাহা হয়নি।
এদিকে ট্রেন অবরোধের জেরে শিয়ালদা-লালগোলা শাখার পরিষেবা সমস্যার মুখে।বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে ওই রুটে চলা একাধিক ট্রেন। ফলে আজ সকাল থেকে কাজের দিনে ট্রেনের সমস্যার কারণে ভুগছেন
নিত্যযাত্রীরা।