শ্রেণিকক্ষে আগুন লেগে একসাথে নিহত ২৬ জন শিশু

26-children-killed-in-classroom-fire


রিয়া গিরি : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন লেগে একসাথে নিহত হয়েছে ২৬ জন শিশু শিক্ষার্থী। নিহত শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- OnePlus Nord 2 : প্যান্টের পকেটে বোমার মতো বিস্ফোরণ

এএফপি ও রয়টার্স এর তরফে জানানো হয়েছে পশ্চিম আফ্রিকার নাইজারের দেশটি অত্যন্ত দরিদ্র। যেখানে শিশুরা ঠিকমতো খেলতেই পায় না‌। এই দেশগুলি অপুষ্টিকর শিশুদের তালিকায় প্রথম। সূত্রের খবর, শ্রেণিকক্ষটি কাঠ খড় দিয়ে তৈরি ছিল। অন্যান্য দিন গুলির মত শিশু শিক্ষার্থীরা সেইদিনও বিদ্যালয়ে উপস্থিত ছিল আর তখনই কোনক্রমে আগুন লেগে যায় বিদ্যালয়। এক দুজন নয় ২৬ জন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে একসাথে। তাছাড়াও ১৩ জন আহত হয়েছে যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন- দিদির স্লোগান"ভাতা, ভর্তুকি ও ভিক্ষে " রাজপথে দাঁড়িয়ে কটাক্ষ শুভেন্দুর

নাইজার দেশটির দক্ষিণাঞ্চলের একটি বিদ্যালয়ের এই ঘটনাতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। যে দেশ আর্থিক দিক থেকে এত পিছিয়ে সে দেশে আগে আছে খাদ্য। যেখানে শিক্ষা অনেক পরে আসে। মোরা দি শহরের মেয়র আবু বাকার বলেছেন এই মুহূর্তে আহতদের অবস্থা অত্যন্ত সংকট জনক। নিহত শিশুদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার।

Post a Comment

Previous Post Next Post