২০২২- এই নির্ধারিত হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ, কোভিড বিধি মেনেই হোমসেন্টারে পরীক্ষা

2022-This-is-scheduled-for-the-day-of-secondary-and-higher-secondary-examinations-examinations-in-the-home-center-in-accordance-with-the-rules-of-Covid-19


ঈশিতা সাহা : আর অনলাইন নয়, অফলাইনেই ঘোষিত হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। হোম সেন্টারেই নেওয়া হবে দুটি পরীক্ষা।নির্দেশ অনুযায়ী ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৭ মার্চ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ২ এপ্রিল থেকে।

তৃণমূল ভ্যাকসিন, বিজেপি ভাইরাস; মন্তব্য অভিষেকের

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে করোণা বিধি মেনে ৭ ই মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা।১৬ তারিখের মধ্যে পরীক্ষা শেষ হবে। ৭ মার্চ অর্থাৎ প্রথম দিনে থাকবে প্রথম ভাষার পরীক্ষা। ৮ তারিখ দ্বিতীয় ভাষার পরীক্ষা।

সাঁতরাগাছি ঝিলে ফিরে এসেছে পরিযায়ী পাখির দল

৯ তারিক ভূগোল পরীক্ষা। মাঝখানে একদিন অন্তর ১১ তারিখ ইতিহাস পরীক্ষা ও ১২ তারিখ জীবন বিজ্ঞান। এরপর ১৪ মার্চ অংক পরীক্ষা,১৫ মার্চ ভৌত বিজ্ঞান পরীক্ষা। ১৬ বার্ষিক বিষয়ে পরীক্ষা হবে। ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষা হলেও, ২০২১ সালে করোনার বাড়াবাড়ি কারনে বাতিল হয়ে যায় দুই পরীক্ষাই।

মমতাকে মায়ের সাথে তুলনা রাজীবের, তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে

এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২০২২- এর ২ এপ্রিল থেকে। হোম সেন্টারেই চলবে পরীক্ষা ব্যবস্থা।২০ এপ্রিল পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক।১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে নেওয়া হবে উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা। প্রাকটিক্যাল পরীক্ষা গুলি স্কুল পরিচালনা করবে।

2022-This-is-scheduled-for-the-day-of-secondary-and-higher-secondary-examinations-examinations-in-the-home-center-in-accordance-with-the-rules-of-Covid-19


Post a Comment

Previous Post Next Post