দু'মাসের মধ্যেই ১৫ হাজার শিক্ষক নিয়োগ বাংলাতে! বিধানসভায় বড় ঘোষণা ব্রাত্য বসুর

15000-teachers-recruited-in-Bengal-in-two-months-Bratya-Basu-made-a-big-announcement-in-the-assembly


ঈশিতা সাহা : পুজোর আগেই রাজ্য ২৪ হাজার শিক্ষক নিয়োগের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরবর্তীতে আইনি জটিলতায় তা সম্ভব হয়ে উঠতে পারেনি। পুজোর পর ফের শিক্ষা মহলে শিক্ষক নিয়োগের শোরগোল শুরু হয়। এই অবস্থায় মঙ্গলবার বিধানসভা অধিবেশনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে। আগামী দুমাসের মধ্যেই এসএসসি'তে এই নিয়োগ হবে। তবে আইনি জট কাটলেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

রাজ্যে ১০ কোটি মানুষ পাবেন দুয়ারে নেশন : ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০১৯ সালের অক্টোবর মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, ওই সময়ের মধ্যে SSC চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু কমিশনের তরফ থেকে তা হয়ে ওঠেনি ফলে চলতি বছরের জুন মাসে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশিত হয়। তালিকা প্রকাশের পর এই আবেদনকারীদের অভিযোগ শুরু হয়। তাদের বক্তব্য, ইন্টারভিউয়ের তালিকায় মোট নম্বরের উল্লেখ করা নেই। ফলে যোগ্য প্রার্থীরা তালিকা থেকে বঞ্চিত হয়েছে।

ভোটের পূর্বে উত্তরপ্রদেশে বড় চমক! ৩৪০ কিমি লম্বা এক্সপ্রেসওয়ে উদ্বোধন মোদির

তবে আদালতের জটিলতা কাটিয়ে এবার স্বস্তির আশ্বাস দিলেন শিক্ষা মন্ত্রী। লক্ষ আগামী ২ মাসের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে উচ্চ বিদ্যালয় অর্থাৎ একাদশ-দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে। এদিনের অধিবেশনে  শিক্ষা মন্ত্রী জানান, এখনো অনলাইনে স্কুলে ভর্তি প্রক্রিয়াই চালু রাখতে চান।

Post a Comment

Previous Post Next Post